শাহ আমানত বিমানবন্দর
শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ
চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার একটি লাগেজ থেকে ৬৩ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ৭৩৬ গ্রাম সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে শারজাহ ফ্লাইট থেকে ১.৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
জানা গেছে, সোমবার সকালে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছের যাত্রীবিহীন একটি লাগেজ থেকে ১২টি লম্বা দণ্ড আকৃতির ৭৩৬ গ্রাম (২৪ ক্যারেট) স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ব্যাগের ভেতর থেকে দরজার কব্জার মাঝখানে স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় চালান জব্দ করা হয়েছে। তবে আমরা কাউকে আটক করতে পারিনি।
তিনি আরও বলেন, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
ঢাকা বিমানবন্দরে এক কেজি স্বর্ণ জব্দ, আটক ১
১ বছর আগে
শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দর চালু
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় পর সোমবার (১৫ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে সোমবার থেকে।
রবিবার (১৪ মে) রাতে বিষয়টি করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারির পর শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। সোমবার থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-২ জারি
এদিকে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় শুক্রবার রাত থেকে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে বন্দরের মূল জেটি ও বহির্নোঙর থেকে সাগরে পাঠিয়ে দেওয়া জাহাজগুলো আজ সোমবার (১৫ মে) ভোরের জোয়ারে পুনরায় জেটি ও বহির্নোঙরে আনা হচ্ছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ার পর রবিবার রাতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। এতে করে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট-৪ প্রত্যাহার করে বন্দর কার্যক্রম স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। ফলে আজ সকাল থেকে বন্দরে কাজ পুরোপুরি চালু হচ্ছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
তিনি বলেন, বন্দরের জেটিতে আনার জন্য ২৪টি জাহাজের তালিকা করা হয়েছে। বন্দরের নিজস্ব পাইলটদের তত্ত্বাবধানে ভোর সাড়ে ৪টার জোয়ারের সময় এসব জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে আনা হবে।
আরও পড়ুন: জাপান-সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো ১ হাজার ২৬৫টি রিকন্ডিশন্ড গাড়ি
১ বছর আগে
চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর চালু
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাব কেটে যাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বিমান বন্দর চালু ও চট্টগ্রাম বন্দরে পুরোদমে কাজ শুরু হয়েছে। শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠা-নামা এবং বন্দরে পণ্য খালাসের পাশাপাশি জেটিতে ভিড়ছে জাহাজ।
মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে ঘূর্ণিঝড় সিত্রাং এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি আশঙ্কায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি, সিসিটির সব জাহাজ বহিরনোঙরে পাঠিয়ে দেয়। বন্দর চ্যানেল থেকে সব লাইটার জাহাজও সরিয়ে নেয়া হয়। সমুদ্রবন্দরে নিজস্ব সংকেত ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়।
সচিব মো. ওমর ফারুক জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে আটটা থেকে জাহাজগুলো ফিরিয়ে আনার কাজ শুরু হয়। বহিনোঙর থেকে জিসিবি, এনসিটি, সিসিটিসহ বিভিন্ন স্বার্থে জাহাজ ভিড়ানোর পরিকল্পনা রয়েছে। এ কাজে বন্দরের সাতটি টাগবোট সহায়তা করছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে ‘অ্যালার্ট-৩’ জারি, পণ্য ওঠা-নামা বন্ধ
তাছাড়া পণ্য ডেলিভারি কার্যক্রম শুরুর পাশাপাশি বন্দরে জাহাজ ভিড়তে শুরু করেছে। কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রমও শুরু হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার বন্দরে প্রথম ভিড়েছে বাল্ক ক্যারিয়ার ‘এমভি হ্যাপি হিরো’।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড্ডয়ন/অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষণার পর শাহ আমানত বিমানবন্দরে প্রথম অবতরণ করেছে সালাম এয়ারের একটি ফ্লাইট।
মঙ্গলবার দুপুর ১২টায় মাস্কাট থেকে আসা ফ্লাইটটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ।
তিনি জানান, শিডিউল, রিশিডিউল অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো উড্ডয়ন ও অবতরণ করবে।
এর আগে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সিত্রাং: মোংলা-পায়রায় ৭ নম্বর, চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর সতর্ক সংকেত
ঘূর্ণিঝড় ‘সিত্রাং: চট্টগ্রামে ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত
২ বছর আগে
ঘন কুয়াশা: ঢাকায় নামতে না পেরে দুই ফ্লাইটের চট্টগ্রামে অবতরণ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও, ঘন কুয়াশার কারণে শুক্রবার দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
৩ বছর আগে
শাহ আমানত বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে। এ সময় লোহাগাড়ার মো. মামুনুর রশিদ, ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
৪ বছর আগে