ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও, ঘন কুয়াশার কারণে শুক্রবার দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
দেড় ঘণ্টার ব্যবধানে বিমান দুটি চট্টগ্রামে নামে।
সকাল ৭টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম চলে যায়। এরপর সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম যায় ওমান থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট।
সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ‘ঘন কুয়াশার কারণে শাহজালালে নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট শাহ আমানতে অবতরণ করেছে। পরে কুয়াশা কেটে গেলে ফ্লাইট দুটি আবার ঢাকায় চলে যায়।’
তিনি আরও বলেন, ‘কুয়াশার কারণে ঢাকা থেকে অভ্যন্তরীণ ফ্লাইট এখনো চট্টগ্রামে আসতে পারেনি। তবে দুপুরের দিকে কুয়াশা কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।’