আহ্বায়ক
নওগাঁ প্রেসক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্য সচিব জয়
নওগাঁ প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে ডেইলি ইন্ডাস্ট্রির নাছিমুল হক বুলবুলকে আহ্বায়ক করা হয়েছে। একইসঙ্গে ইউএনবির আসাদুর রহমান জয়কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মাই টিভি ও ভোরের কাগজের মো. আবু বকর সিদ্দিক ও ডিবিসি নিউজের এ কে সাজুকে সদস্য করা হয়েছে।
আবু বকর সিদ্দিক জানান, প্রেসক্লাবে অনিয়মসহ বিতর্কিত কার্যক্রমের কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। পেশাদার কিছু সাংবাদিকরা প্রেসক্লাবের বাইরে থেকে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে প্রশাসনসহ সব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, আজ (বুধবার) থেকে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া নতুন আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
১০৮ দিন আগে
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) রাত থেকে রবিবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ডিজিএফআই কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত ২ আরসা কমান্ডার গ্রেপ্তার
এরমধ্যে- মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডন ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে রবিবার সকাল ১০টার দিকে গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামন থেকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, রবিবার সকালে বিএনপির ২৫/৩০ জন নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে সেখানে ইটপাটকেল জমা করা অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ছাড়া শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: কনস্টেবল আমিরুল হত্যা: যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২
বগুড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
৫৫১ দিন আগে
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন
বঙ্গবন্ধুর ভাবনা ও আদর্শ অন্বেষণ এবং তার ওপর গবেষণাকর্ম প্রকাশের মতো বহুমাত্রিক কার্যক্রম পরিচালনাকারী বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক আবদুল মঈনকে। আর অধ্যাপক সিরাজুল হককে সচিব সদস্য নিযুক্ত করা হয়েছে।
অধ্যাপক আবদুল মঈন চৌধুরী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিরাজুল হক সরকারি ইস্পাহানি কলেজের অধ্যাপক এবং তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেল রানার অটোমোবাইলস
পরিষদের আহ্বায়ক কমিটির আরও ৯৯ জন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে ২৩ সেপ্টেম্বর পরিষদের কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটি বাতিল করে পরিষদের স্টিয়ারিং কমিটি।
সংগঠনের পরবর্তী কাউন্সিল পর্যন্ত আহ্বায়ক কমিটি কার্যকর থাকবে।
উল্লেখ্য, বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ২০০২ সালের ১৭ মার্চ এই পরিষদ গঠন করেন। সর্বশেষ কমিটি গঠিত হয় ২০১৮ সালে এবং কাউন্সিলের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ গ্যালারি’ প্রতিষ্ঠা করল পুলিশ
৫৭১ দিন আগে