বঙ্গবন্ধুর ভাবনা ও আদর্শ অন্বেষণ এবং তার ওপর গবেষণাকর্ম প্রকাশের মতো বহুমাত্রিক কার্যক্রম পরিচালনাকারী বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক আবদুল মঈনকে। আর অধ্যাপক সিরাজুল হককে সচিব সদস্য নিযুক্ত করা হয়েছে।
অধ্যাপক আবদুল মঈন চৌধুরী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিরাজুল হক সরকারি ইস্পাহানি কলেজের অধ্যাপক এবং তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেল রানার অটোমোবাইলস
পরিষদের আহ্বায়ক কমিটির আরও ৯৯ জন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে ২৩ সেপ্টেম্বর পরিষদের কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটি বাতিল করে পরিষদের স্টিয়ারিং কমিটি।
সংগঠনের পরবর্তী কাউন্সিল পর্যন্ত আহ্বায়ক কমিটি কার্যকর থাকবে।
উল্লেখ্য, বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ২০০২ সালের ১৭ মার্চ এই পরিষদ গঠন করেন। সর্বশেষ কমিটি গঠিত হয় ২০১৮ সালে এবং কাউন্সিলের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ গ্যালারি’ প্রতিষ্ঠা করল পুলিশ