করোনাভাইরাস সংক্রমণ রোধে নিজ জেলা বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
স্বাস্থ্যকর্মীদের দেয়া সহায়তার মধ্য রয়েছে- ২০০ পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম), ২০০ এন৯৫ মাস্ক (বিশেষ মাস্ক), ২০০ গ্লাভস এবং ২০০ হেডকাভার।
এর আগে, করোনাভাইরাসের কারণে চাকরি হারানো সাধারণ মানুষের সহায়তায় নিজের ১৫ দিনের বেতন দিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিক। একই সাথে বগুড়ায় নিজ গ্রামের দরিদ্রদের মাঝে নগদ টাকাও দিয়েছেন তিনি।
মুশফিকের সাথে বাংলাদেশের অন্য শীর্ষ ক্রিকেটাররাও করোনাভাইরাসের মহমারির সময় দুর্ভোগে থাকায় অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন।