সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
সিকৃবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপ ও অপর একটি বিদ্রোহী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল ৪টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে অন্তত ১০ জন আহত হন।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
এদের মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগের কর্মীসভা দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বাঁধা দেন ছাত্রলীগ শাখা সভাপতি আশিকুর রহমান ও সেক্রেটারি এমাদুল হোসেনের বিদ্রোহী সহসভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূইয়া ও প্রান্ত ইসলামের নেতৃত্বে বিদ্রোহী গ্রুপ। এসময় দুপক্ষের অনুসারীরা সভাস্থলে এসে অবস্থান নেয়। তখন উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শুক্রবার বিকাল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও পড়ুন: বিজয় মেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
১ বছর আগে
অ্যাম্বুলেন্সে অন্তঃসত্ত্বা নারীর লাশ, গ্রেপ্তার ২
সিলেটের বিশ্বনাথে ধর্ষণের শিকার এক নারীর লাশ নিয়ে রাতভর ঘোরাঘুরির সময় লাশসহ অ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশে দিয়েছে জনতা। রবিবার সকালে বিশ্বনাথের লামাকাজি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এসময় জব্দ করা হয় অ্যাম্বুলেন্সটিও। আর ওই নারীর মৃত্যুর ঘটনায় আটক ২ বৃদ্ধকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান মখলিছুন বেগম (৩২) নামের ৫ মাসের অন্তঃসত্ত্বা নারী। তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আবদুস সালামের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক(এসআই) অলক বলেন, রবিবার সকালে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মখলিছুন বেগম স্বামী পরিত্যক্তা হয়ে দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বাবা দরিদ্র হওয়ায় মখলিছুন লামাকাজি বাজারের নৈশপ্রহরী মির্জারগাঁও গ্রামের বাসিন্দা কমলা মিয়ার বাসায় বেশ কিছুদিন ধরে ঝিয়ের কাজ করেন। এই সুবাদে কমলা মিয়া তার সত্তরোর্ধ্ব বিয়াই উপজেলার সত্তিশ গ্রামের রইছ আলীর সাথে তাকে (মখলিছুন) বিয়ে দেয়ার ফন্দি আটেন।
নানা প্রলোভন দেখিয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধ রইছ আলীর সাথে বিয়ে দেয়া হয় মখলিছুনকে। বিয়ের চার দিনের মাথায় রইছ আলী জানতে পারেন, তার নব-বিবাহিতা স্ত্রী মখলিছুন বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরে দুই বিয়াই মিলে মখলিছুনকে সিলেট ওসমানী হাসপাতালে গর্ভপাত করাতে নিয়ে যান।
শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে ফেরার পর রইছ আলী মখলিছুন বেগমকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এরপর তাকে বাবার বাড়িতে রেখে যান দুই বিয়াই।
সন্ধ্যায় মখলিছুন বেগমের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় ফের হাসপাতালে পাঠান তার বাবা। ওইদিন রাতেই কমলা মিয়া ও তার বিয়াই রইছ আলীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মখলিছুন বেগম। তখন তার বাবা আব্দুস সালাম স্থানীয় ইউপি মেম্বার আবুল কালামকে সাথে নিয়ে মামলা দায়ের করতে বিশ্বনাথ থানায় অবস্থান করছিলেন। এই সুযোগে একজন অজ্ঞাতনামা নারী অভিভাবক পরিচয় দিয়ে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স করে লাশ নিয়ে লামাকাজীর উদ্দেশ্যে যাত্রা করেন এবং পথে মদিনা মার্কেট এলাকায় ওই অজ্ঞাতনামা নারী অ্যাম্বুলেন্স থেকে নেমে যান।
আরও পড়ুন: সিলেটে তরুণীকে ধর্ষণ, যুবক আটক
এরপর রাত ১২টার দিকে আব্দুস সালাম ও আবুল কালাম থানায় অবস্থানকালে হঠাৎ খবর পান- লামাকাজীতে একজন নারীর লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। পরে সেটি স্থানীয় জনতা আটক করে রাখে।
খবর পেয়ে আব্দুস সালাম ও আবুল কালাম লামাকাজীতে গিয়ে মখলিছুনের লাশ শনাক্ত করেন। পরে রবিবার (২২ আগস্ট) সকালে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠিয়েছে। মখলিছুনের বাবা জানান, তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রইছ আলী জানান, মখলিছুনকে দেড় মাস আগে তিনি বিয়ে করেছেন। তবে মখিলছুন বেগম ৫ মাসের অন্তঃসত্ত্বা কীভাবে হলো সেটি তিনি জানেন না।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের লাশ উদ্ধার
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অলক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি হয়েছে। ওসমানী হাসপাতাল থেকে ওই নারীর লাশ এখানে কীভাবে এলো, সে বিষয়ে এখনও বিস্তারিত বলতে পারছি না। এ নিয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় স্থানীয় রইছ আলী ও কমলা মিয়া নামের দুজনকে শুক্রবার রাতেই আটক করা হয়েছে। এর মধ্যে রইছ আলী নিজেকে ওই নারীর স্বামী দাবি করছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার এবং মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মখলিছুনকে ধর্ষণ করা হয়েছে কি-না বা তার মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়।
আরও পড়ুন: প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে ৪ তরুণীর আত্মহত্যার চেষ্টা
৩ বছর আগে
সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত, আটক ৩
সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ খুন হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ কামাল উদ্দিন রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার জের ধরে কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে কামাল উদ্দিন (৫০) এর উপর একই গ্রামের ১৫/২০জন লোক অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে পড়েন কামাল। খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: ফেনীতে মাদ্রাসা ছাত্রী খুন
তিনি আরও বলেন, বর্তমানে কামাল উদ্দিনের লাশ মর্গে রয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মা-মেয়ে ও ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
৩ বছর আগে
সিলেটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের মোগলাবাজার থানাধীন রাঘবপুর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাবানা বেগম (১৩) ওই এলাকার সৈয়দ আলীর মেয়ে।
বুধবার ভোর ৫টা ৫০ মিনিটে পুলিশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় শাবানার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
পুলিশ জানায়, শাবানার বাবা একজন শ্রমজীবি জেলে। পরিবারে তার অসুস্থ বড় বোন ও অসুস্থ মা রয়েছে। মা ও বোন অসুস্থ থাকায় সংসারের সকল কাজ শাবানাকে করতে হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরী শাবানার মা পার্শ্ববর্তী বাড়ি হতে খাবারের পানি আনার জন্য শাবানাকে পাঠালে সে আর ফিরেনি। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বুধবার ভোর ৪টা ২০ মিনিটে তাদের বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ের একটি গাছে গলায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাবানার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় আ’লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
এরপর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা।
তিনি বলেন, কিশোরীর পরিবার অত্যন্ত গরীব। পানি আনতে গিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
৩ বছর আগে
হবিগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ‘দুর্বৃত্তরা’
হবিগঞ্জের বানিয়াচংয়ের ইকরাম গ্রামে বুধবার এক স্কুলছাত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ‘দুর্বৃত্তরা’। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
৩ বছর আগে
সিলেটে চিকিৎসকসহ আরও ৮২ জনের করোনা শনাক্ত
সিলেটে চিকিৎসকসহ আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
সিলেটের বিশ্বনাথে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হাজী মখলিছ মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
৪ বছর আগে
ফেঞ্চুগঞ্জে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
৪ বছর আগে
সিলেটে করোনা কেন্দ্রের আইসিইউতে ২ চিকিৎসক
সিলেটে করোনাভাইরাসে আক্রন্তদের চিকিৎসাকেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) বর্তমানে দুই চিকিৎসককে রাখা হয়েছে।
৪ বছর আগে
সিলেট ওসমানী হাসপাতালের সামনে অজ্ঞাত লাশ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে