ওয়ার্ল্ড মিডিয়া সামিট
ওয়ার্ল্ড মিডিয়া সামিটে আমন্ত্রণ পেলেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
ষষ্ঠ ওয়ার্ল্ড মিডিয়া সামিটে (ডব্লিউএমএস) অংশগ্রহণ করতে আমন্ত্রিত হয়েছেন ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান। আগামী ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর এই সামিট হতে যাচ্ছে।
২০০৯ সালে সিনহুয়া নিউজ এজেন্সি, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, তাস ও কিয়োডো নিউজের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক মিডিয়া সংস্থাগুলো মিলে ওয়ার্ল্ড মিডিয়া সামিট প্রতিষ্ঠা করে। এটি বর্তমানে বিশ্বব্যাপী গণমাধ্যমগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতার জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
এবারের সামিটের প্রতিপাদ্য ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া ট্রান্সফরমেশন'। গণমাধ্যমে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে এবারের সামিটে আলোচনা করা হবে। সংবাদ সংগ্রহ, উৎপাদন এবং বিতরণকে এআই কীভাবে নতুন রূপ দিচ্ছে এবং ভবিষ্যতে এআইয়ের কারণে গণমাধ্যমকে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ও যেসব সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে সেসব বিষয়ে আলোচনা করবেন সামিটে অংশগ্রহণকারীরা।
২০২৩ সালের ডিসেম্বরে চীনের গুয়াংডং ও ইউনান প্রদেশে আয়োজিত হয় ৫ম ওয়ার্ল্ড মিডিয়া সামিট। এই আয়োজন বেশ প্রশংসিত হয় যার ফলে এবছরের আয়োজনের ওপর প্রত্যাশা আরও বেশি।
বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যম, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং হাই-টেক উদ্যোক্তাদের সঙ্গে সামিটে যোগ দেবেন ইউএনবির প্রতিষ্ঠাতা এনায়েতউল্লাহ খান। ইউএনবি প্রতিষ্ঠার পর একে দক্ষিণ এশিয়ার প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বেসরকারি সংবাদ সংস্থায় পরিণত করেছেন তিনি। পাশাপাশি জাতীয় সাপ্তাহিক ঢাকা কুরিয়ারের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
প্রতিনিয়ত বিশ্ব গণমাধ্যম যেসব সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরামে পরিণত হয়েছে ওয়ার্ল্ড মিডিয়া সামিট। এ বছরের সামিটে এআই ও গণমাধ্যমের রূপান্তরকে মূল আলোচ্য করা হয়েছে, যা বিশ্ব গণমাধ্যমের গতিশীলতা ও স্থিতিশীল অবস্থা বজায় রাখতে উদ্ভাবনের ধারণার গুরুত্ব তুলে ধরে।
৩ মাস আগে
নৈতিক সাংবাদিকতা নিশ্চিতের উপায় নিয়ে চীনে শুরু হয়েছে ওয়ার্ল্ড মিডিয়া সামিট
ডিজিটালাইজেশনের যুগে যথাযথ রিপোর্টিং এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করতে দক্ষিণ চীনের গুয়াংজুতে জড়ো হয়েছেন বৈশ্বিক মিডিয়া নেতারা।
৫ম ওয়ার্ল্ড মিডিয়া সামিটে ১০১টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নেন, যার মধ্যে ১৯৭টি মূলধারার গণমাধ্যমের প্রতিনিধিও রয়েছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য 'বুস্টিং গ্লোবাল কনফিডেন্স, প্রমোটিং মিডিয়া ডেভেলপমেন্ট'।
ইউএনবি ও ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান সপ্তাহব্যাপী সম্মেলনে ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইউএনবির পরিচালক মাসুদ জামিল খানও সম্মেলনে উপস্থিত হয়েছেন।
সম্মেলনটির সহ-আয়োজক হিসেবে রয়েছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া। যেখানে প্রতিনিধিরা মানব উন্নয়ন ও নিরাপত্তা, নতুন প্রযুক্তিগত সুযোগ ও চ্যালেঞ্জ, নতুন যুগে গণমাধ্যম ও বাজার এবং অভিন্ন উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন: চীনে ওয়ার্ল্ড মিডিয়া সামিটে ইউএনবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনায়েতউল্লাহ খান
১ বছর আগে
ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে গুয়াংজুতে ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
পঞ্চম ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে চীনের গুয়াংজু পৌঁছেছেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) ও ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এবং কসমস গ্রুপের প্রতিষ্ঠাতা এনায়েতউল্লাহ খান।
চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহর এবং ইউনান প্রদেশের কুনমিং শহরে ২ থেকে ৮ ডিসেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে চীনের সংবাস সংস্থা সিনহুয়া।
১০১টি দেশ ও অঞ্চলের প্রায় ২০০টি মূলধারার গণমাধ্যম, থিংক ট্যাঙ্ক ও সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী বাস্তব সহযোগিতায় পৌঁছানোর আশায় এ বছর এই সম্মেলনে অংশ নেবেন।
'বুস্টিং গ্লোবাল কনফিডেন্স, প্রমোটিং মিডিয়া ডেভেলপমেন্ট' শীর্ষক এই সম্মেলনে গণমাধ্যমের আস্থা বৃদ্ধি, নতুন প্রযুক্তির সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলা, ডিজিটাল যুগে নতুন বাজার অন্বেষণ এবং বৈশ্বিক মিডিয়া সহযোগিতায় অভিন্ন ভবিষ্যতের জন্য প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন: এনায়েতউল্লাহ খানকে সভাপতি করে ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন
এনায়েতউল্লাহ খানকে সভাপতি করে ইন্টারন্যাশনাল সিকিপারস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন
১ বছর আগে