চিকিৎসাবঞ্চিত
চিকিৎসাবঞ্চিত দরিদ্র ও সম্প্রদায়কে নিয়ে গবেষণায় অবদান রাখছে আইসিডিডিআর,বি: লিলি নিকোলস
আইসিডিডিআর,বি শুধু গবেষণায় নয়, সম্প্রদায়ের জন্যও অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস।
তিনি বলেন, বিশেষ করে দরিদ্র লোক, যাদের চিকিৎসা পরিষেবার কোনো উপায় বা সুযোগ নেই তাদের নিয়ে গবেষণা করছে সংস্থাটি।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে ড. নিকোলস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য অবদান। আপনি পরবর্তীতে কী করবেন তা দেখার জন্য আমিও খুব আগ্রহী। কানাডা অবশ্যই শুরু থেকেই গর্বিত মূল দাতা হিসেবে আপনাদের সঙ্গে ছিল এবং থাকবে।’
বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালনের ৬৩ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মহাখালী ক্যাম্পাসে আইসিডিডিআর,বি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা (এসইএটিও) এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) সহায়তায় কলেরা রিসার্চ ল্যাবরেটরি (সিআরএল) নামে চালু হয়। পরে ১৯৭৮ সালে আইসিডিডিআর,বি নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সংসদে পাস হওয়া আইসিডিডিআর,বি আইন ২০২২-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়, যা একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআরবি'র ভূমিকা পুনর্ব্যক্ত করে।
বিশেষ সেমিনারে তাহমিদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। চিকিৎসা গবেষণা ও জনস্বাস্থ্যে আইসিডিডিআরবি'র গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন তিনি।
আইসিডিডিআর,বি'র ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) এর যুগান্তকারী উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন ড. আহমেদ। টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতিসহ শৈশবকালীন ডায়রিয়াজনিত রোগের মৃত্যুহার হ্রাস এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যের অগ্রগতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
কার্যকর মুখে খাওয়ার কলেরার টিকা তৈরি, গুরুতর অপুষ্টির চিকিৎসার জন্য গাইডলাইন প্রতিষ্ঠা এবং বৈশ্বিক পোলিও নির্মূল প্রচেষ্টায় অবদান রাখার ক্ষেত্রে আইসিডিডিআরবি'র নেতৃত্বের কথাও উঠে আসে তার বক্তব্যে।
আরও পড়ুন: সন্তান প্রসবে সবচেয়ে বেশি ব্যয় সিজারে: আইসিডিডিআরবি
১১ মাস আগে