ছত্রভঙ্গ
নওগাঁয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি, আহত ৭
হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার নওগাঁয় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাজী মোড় এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রথমে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
এরপর বিক্ষোভ মিছিলটি মুক্তি মোড়ের দিকে অগ্রসর হয়, যেখানে কয়েক হাজার শিক্ষার্থী দ্বিতীয়বারের মতো রাস্তা অবরোধ করে।
এরপর মিছিলটি সরিষাহার হাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে শিক্ষার্থীদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পাল্টা জবাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। ইটপাটকেলের আঘাতে সাতজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ: গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ
কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ
৪ মাস আগে
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় নগরীর সুবিধবাজারে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘরের মধ্যে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে নির্দেশনা চেয়ে রিট
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। সেখানে তারা আসার আগেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। পরে আরও শিক্ষার্থীরা এতে যোগ দিয়ে স্লোগান দিতে থাকেন। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্টের দিকে অগ্রসর হয়। এছাড়া আন্দোলনকারীরা সুবিদবাজারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
৪ মাস আগে
যাত্রাবাড়ীতে জামায়াতের মানববন্ধন ছত্রভঙ্গ করেছে পুলিশ
রাজধানীর যাত্রাবাড়ীতে মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর মানববন্ধন ছত্রভঙ্গ করেছে পুলিশ।
এছাড়া পুলিশ দল ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে।
দলটির বেশ কয়েকজন নেতা বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আইনজীবী ড. হেলাল উদ্দীনের নেতৃত্বে দলের রাজনৈতিক নিবন্ধন মামলা, একতরফা নির্বাচনের তফসিল, গুপ্ত হত্যা, গণগ্রেপ্তার, ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে মানববন্ধন করা হয়।
তারা অভিযোগ করেন, হঠাৎ পুলিশ গুলি ছুড়ে, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের বাধা দেয়।
আরও পড়ুন: সিলেটে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২ দিনে ১৭ মামলা, গ্রেপ্তার ৫০
তাৎক্ষণিকভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর (প্রধান) নুরুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, সকালে শহীদ ফারুক সড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ করার সময় লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
এ ঘটনায় দলের ৩ জন সমর্থককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
দীর্ঘদিন পর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলটি রাস্তায় নেমেছে।
আরও পড়ুন: সিলেটে বিএনপি-জামায়াতের ৭ কর্মী আটক, আহত ৫ পুলিশ সদস্য
জামায়াতের অর্থের ‘জোগানদাতা’ ডা. ফাতেমাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার
১ বছর আগে