মোটরসাইকেলের সংঘর্ষ
নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
নড়াইল সদর উপজেলা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের মূলদাইড় ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তপু ঘোষ সদর উপজেলার মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে।
আহতরা হলেন- মুলদাইড় গ্রামের সমীর ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ। যশোরের অভয়নগর থানার শংকরপাশা গ্রামের মাহবুব আলমের ছেলে আয়াদ ও তালতলা গ্রামের তানভির জিহাদ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে যাচ্ছিল তপু। এ সময় তারা নড়াইল-যশোর মহাসড়কে পৌঁছালে লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তপু।
গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দু’জন। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। এ সময় আরও ৩ জন আহত হন।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
৮ মাস আগে
যশোরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইাক্রাবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার যশোর-চৌগাছা সড়কের নারায়নপুর ইউনিয়নের বনলীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন (২৩) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি শংকরহোদা গ্রামের মাসুদের ছেলে।
এলাকাবাসীরা জানান, শাওন সোমবার রাতে মোটরসাইকেলে চৌগাছা বাজার থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে হাজরাখানা সংলগ্ন যাত্রী ছাউনির সামনে বনলীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক শাওন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বি এম শামছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ বছর আগে