মোটরসাইকেলের সংঘর্ষ
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার খাদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৩৮) খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন জানিয়েছেন, জাহাঙ্গীর আলম ভাগ্নে সম্রাটকে নিয়ে মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বের হন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় খাদিমপুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় কোনো গাড়ির চাকা তার কপালের উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি পরিবারের সদস্যরা উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছেন। দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজগার আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ঘটনাটি তদন্তাধীন।
৫০ দিন আগে
নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
নড়াইল সদর উপজেলা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের মূলদাইড় ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তপু ঘোষ সদর উপজেলার মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে।
আহতরা হলেন- মুলদাইড় গ্রামের সমীর ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ। যশোরের অভয়নগর থানার শংকরপাশা গ্রামের মাহবুব আলমের ছেলে আয়াদ ও তালতলা গ্রামের তানভির জিহাদ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে যাচ্ছিল তপু। এ সময় তারা নড়াইল-যশোর মহাসড়কে পৌঁছালে লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তপু।
গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দু’জন। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। এ সময় আরও ৩ জন আহত হন।
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
৩৬৪ দিন আগে
যশোরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইাক্রাবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার যশোর-চৌগাছা সড়কের নারায়নপুর ইউনিয়নের বনলীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন (২৩) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি শংকরহোদা গ্রামের মাসুদের ছেলে।
এলাকাবাসীরা জানান, শাওন সোমবার রাতে মোটরসাইকেলে চৌগাছা বাজার থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে হাজরাখানা সংলগ্ন যাত্রী ছাউনির সামনে বনলীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক শাওন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বি এম শামছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৪৮৮ দিন আগে