চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার খাদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৩৮) খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন জানিয়েছেন, জাহাঙ্গীর আলম ভাগ্নে সম্রাটকে নিয়ে মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বের হন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় খাদিমপুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় কোনো গাড়ির চাকা তার কপালের উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি পরিবারের সদস্যরা উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছেন। দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আজগার আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ঘটনাটি তদন্তাধীন।