২ মোটরসাইকেল আরোহী
রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় আশরাফুল ও নাজমুল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের অভয়া-কামারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে চা বাগান কর্মচারীর লাশ উদ্ধার
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের আশরাফুল ইসলাম এবং একই গ্রামের নাজমুল হক।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন বলেন, মোটরসাইকেল করে আশরাফুল ও নাজমুল রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে প্রাণ হারান ওই মোটরসাইকেলের দুই আরোহী।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ দুটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পর লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: পদ্মায় নিখোঁজের ৫১ ঘণ্টা পর পুলিশ সদস্যের লাশ উদ্ধার
১ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় সাধন মিয়া (৪০) ও হিমেল (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত সাধন বিকাশের সুপারভাইজার ও হিমেল সেলস অফিসার পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, সোমবার অফিসের কাজের জন্য মোটরসাইকেল নিয়ে বের হন সাধন ও হিমেল। সোমবার বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় পৌঁছালে ট্রাক্টরচাপায় নিহত হন তারা।
ব্রাহ্মণবাড়িয়া বিকাশের পরিবেশক মেসার্স খান সন্সের চেয়ারম্যান মাইনুদ্দিন খান পাশা বলেন, ‘তারা দুজন সুহিলপুর ও খাঁটিহাতা মোড় এলাকায় দায়িত্ব পালনের উদ্দেশে বের হয়েছিলেন। পথে ট্রাক্টরচাপায় নিহত হন।’
আরও পড়ুন: নাটোরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলের আরোহী নিহত
৪ মাস আগে
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মাহবুবা বেগম ও মনসুর রহমান নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিংড়ায় ট্রাকচাপায় মেয়ের মৃত্যু, বাবা আহত
নিহত মাহবুবা বেগম পঞ্চগড় সদর উপজেলার নয়াবস্তির মৃত ফজলুল হকের স্ত্রী এবং নিহত মনসুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহবুবা ও মনসুর মঙ্গলবার বিকালে অফিস ছুটির পর পঞ্চগড় যাবার উদ্দেশ্যে মোটরসাইকেল করে যাওয়া সময় বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌঁছালে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন দুইজন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, ট্রাকটি আটক করা যায়নি। এব্যাপারে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৯ মাস আগে
মানিকগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার ধূলন্ডী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: পলাশবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ৪
নিহতদের মধ্যে একজন মানিকগঞ্জ সদর উপজেলার শামসুল হকের ছেলে জুয়েল রানা। তিনি পেশায় কাচাঁমাল ব্যবসায়ী।
অপর নিহতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধূলন্ডী বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী একটি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গাজীপুরে ময়লাবাহী ট্রাকচাপায় গার্মেন্ট শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
১০ মাস আগে
নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় ডোমার-দেবিগঞ্জ সড়কে ডোমার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর হোসেন (৫০) পঞ্চগড়ের বোদা উপজেলার খয়েরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে এবং সেলিম জাহাঙ্গীর (৪০) দেবীগঞ্জ উপজেলার ঢাঙ্গীর হাট গ্রামের আবু বাকি বিল্লাহর ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাইজতা।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
স্থানীয়রা জানায়, ব্যবসায়িক কাজে দেবীগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ডোমার অভিমুখে যাচ্ছিলেন জাহাঙ্গীর ও সেলিম। এসময় ডোমার থেকে দেবীগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন জাহাঙ্গীর হোসেন। আহত সেলিম জাহাঙ্গীরকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাওন বলেন, আহত সেলিম জাহাঙ্গীরকে বিকাল সাড়ে ৪টায় মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
আরও পড়ুন: গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ১০ বছরের শিশু নিহত, আহত ১
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ চৌধুরী বলেন, বিকাল ৪টায় দুর্ঘটনাটি ঘটে। জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে এবং সেলিম জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১ বছর আগে