নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় ডোমার-দেবিগঞ্জ সড়কে ডোমার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর হোসেন (৫০) পঞ্চগড়ের বোদা উপজেলার খয়েরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে এবং সেলিম জাহাঙ্গীর (৪০) দেবীগঞ্জ উপজেলার ঢাঙ্গীর হাট গ্রামের আবু বাকি বিল্লাহর ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাইজতা।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
স্থানীয়রা জানায়, ব্যবসায়িক কাজে দেবীগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ডোমার অভিমুখে যাচ্ছিলেন জাহাঙ্গীর ও সেলিম। এসময় ডোমার থেকে দেবীগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন জাহাঙ্গীর হোসেন। আহত সেলিম জাহাঙ্গীরকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাওন বলেন, আহত সেলিম জাহাঙ্গীরকে বিকাল সাড়ে ৪টায় মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
আরও পড়ুন: গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ১০ বছরের শিশু নিহত, আহত ১
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ চৌধুরী বলেন, বিকাল ৪টায় দুর্ঘটনাটি ঘটে। জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে এবং সেলিম জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩