ভারতীয় চিনি
সিলেটে ৩৬ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩
সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বস্তা ভারতীয় চিনি জব্দের দাবি করেছে পুলিশ। এই চিনির আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ দেওয়ানেরগাঁও এলাকার মো. রাজু (১৮), একই এলাকার মো. জয়নাল আবেদীন (১৯) ও উপজেলার সাতপরিকান্দি গ্রামের মো. জিল্লুর রহমান (২৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার শাহপরাণ (রহঃ) থানার খাদিম চা- বাগানের রাস্তায় চেকপোস্টে রাত ৮টার দিকে একটি পিকআপ আসে।সেটি তল্লাশি করে ৩৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়।
উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
২ সপ্তাহ আগে
পাথরের নিচে মিলল ১৮০ বস্তা ভারতীয় চিনি, আটক ১
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পাথরের ট্রাক থেকে জব্দ করা হয়েছে ১৮০ বস্তা ভারতীয় চিনি। এ ঘটনায় মো. সোহেল রানা নামে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়ন এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে চোরাই চিনির ট্রাক ছিনতাইকালে বিএনপির দুই নেতা আটক
সোহেল রাজশাহী গোদাগাড়ীর রানীনগর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক পুলিশ ফোর্স নিয়ে তামাবিল মহাসড়কে ফতেহপুর রাস্তার প্রবেশমুখে পাথরবোঝাই একটি ট্রাক আটক করে তাতে তল্লাশি চালানো হয়। তখন পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, চিনির বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮২ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা অপর দুইজন পালিয়ে গেছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক দুইজনসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
আটক হওয়া আসামি সোহেল রানাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
আরও পড়ুন: গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় চিনি ও চা-পাতা উদ্ধার
২ মাস আগে
জৈন্তাপুরে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
সিলেটের জৈন্তাপুরে চিনি চোরাচালানের অভিযোগে কামাল আহমেদ (২২) এক যুবককে আটক করা হয়েছে।
এ সময় ডিআই ট্রাকসহ ২ লাখ ৯৪ হাজার টাকার ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (২৭ শে) ভোর সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর স্টেশন বাজারে অভিযান চালিয়ে ৬০ বস্তা চিনিসহ ডিআই ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় চিনিবোঝাই ট্রাক আটক
আটক কামাল আহমেদ (২২) উপজেলার নিজপাট ইউনিয়নের সারিঘাট এলাকার মৃত বিলাল আহমেদের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পুলিশ বিশেষ ক্ষমতা আইনে আটক ও পলাতক দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
আটক আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: সিলেটে পৃথক অভিযানে ৭৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৪
সিলেটে ৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
৪ মাস আগে
সিলেটে ২৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
সিলেট, ৫ জুলাই (ইউএনবি)- সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় ২৬৫ বস্তা চিনিবোঝাই ২টি নৌকা জব্দ করেছে পুলিশ। এসময় আবুল হায়াত (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রাম থেকে ২৬৫ বস্তা চিনি ও দুটি নৌকা জব্দ করে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
গ্রেপ্তার আবুল হায়াত (৩০) পশ্চিম জাফলং ইউনিয়নের লুনি হাওর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত ভারতীয় চিনির মূল্য আনুমানিক ১৩ লাখ ২৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।
আবুল হায়াতকে প্রধান আসামি করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে গোয়াইনঘাট থানায় একটি মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে ১৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
৫ মাস আগে
সিলেটে পাথরবাহী ট্রাক থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে ট্রাকে থাকা পাথরের ভেতর থেকে ২৪৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।
শুক্রবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর শিবগঞ্জের হাতিমবাগস্থ সৈয়দ হাতিম আলী মাজারের সামনে থেকে এসব চিনি জব্দ করা হয়।
এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তার মো. রাসেল আহমেদ (৩২) জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি এলাকার মো. আবুল আমিনের ছেলে।
আরও পড়ুন: সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অভিযান পরিচালনাকালে সুরমা গেইট বাইপাস এলাকায় সিয়েরা-৬৬ ডিউটি পার্টির সিগন্যাল অমান্য করে পালানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে গাড়িচালক রাসেল আহমেদ একেক সময় একেক ধরনের কথা বলায় সন্দেহ হলে গ্রেপ্তার ব্যক্তির শরীর ও ট্রাক তল্লাশি করা হয়।
তল্লাশির সময় আটক মো. রাসেল আহমেদ ট্রাকটিতে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও ভারতীয় চিনি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তখন একটি হলুদ রঙের ডাম্প ট্রাকে পাথরের নিচে থাকা ভারতীয় ২৪৫ বস্তা চিনি জব্দ করা হয়।
এসব চিনির বর্তমান বাজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া গ্রেপ্তার মো. রুবেল মিয়ার বিরুদ্ধে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ
৬ মাস আগে
সিলেটে ১৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৯
সিলেট নগরী থেকে ১ হাজার ৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা পুলিশ।
এসময় ৫টি ট্রাক জব্দসহ ৯ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
শুক্রবার সন্ধার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়।
যার বাজার মূল্য প্রায় ৮৭ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন, মো. ওবাইদুর রহমান, মো. শাওন আলী, মো. রফিকুল ইসলাম, মো. জুয়েল, মো. নরুল ইসলাম, মো. সাগর হোসেন, মো. সুজন আলী, মো. মামরোজ আলী ও মো. মারুফ আলী ।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীরামপুর বাইপাস সড়কের একটি সেতুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৫৮ বস্তা চিনি, চোরাই কাজে ব্যবহার করা ৫টি ট্রাক ও ৯ যুবকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
৬ মাস আগে
সিলেটে ৮৯৭ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৪
সিলেটে পুলিশ অভিযান চালিয়ে ৫১ লাখ ৬৬ হাজার ৭২০ টাকা মূলের ৮৯৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) সকালে শাহপরাণ (রহ.) থানার সিলেট-তামাবিল সড়কের জালালাবাদ ক্যান্টরমেন্টস্থ সিনেমা হল গেটের সামন থেকে ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্দ করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় একটি মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার বজ্রাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রাকচালক মো. সাজ্জাদ হোসেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মিছকিনপুর গ্রামের তোরাফ উল্লার ছেলে ট্রাকের সহকারী মো. রাজন মিয়া, ঝিনাইদহের কোটচাদপুর থানার গোবিন্দপুর থানার আব্দুল আলিমের ছেলে ট্রাকচালক রাসেল আহমদ এবং গাজীপুরের দক্ষিণবাগ গ্রামের ইন্তাজ আলীর ছেলে ট্রাকের সহকারী নূর মোহাম্মদ।
আরও পড়ুন: সিলেটে ৩৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে শাহপরাণ থানা পুলিশ জালালাবাদ ক্যান্টরমেন্টস্থ সিনেমা হল গেটের সামন থেকে দুইটি ট্রাকে ৪৫০ বস্তা চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ৫১ লাখ ৬৬ হাজার ৭২০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। বিধি মোতাবেক আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ
৭ মাস আগে
জৈন্তাপুরে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ৩০০ বস্তা চোরাই ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর ও চান্দঘাট এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর থানা পুলিশ।
আরও পড়ুন: সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ৩৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
৭ মাস আগে
জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, যুবক আটক
সিলেটের জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক জব্দসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে দক্ষিণ সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে এস আলম সুগার মিলের আগুনে পুড়ে গেছে এক লাখ টন চিনি
আটক জাহাঙ্গীর আলম জৈন্তাপুর উপজেলার তেলীজুরি গ্রামের ওসমান আলীর ছেলে।
পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নের দক্ষিণ সারিঘাট সরুফৌদ এলাকায় গোয়াইনঘাট-সারিঘাট সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ভারতীয় ১০৫ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চিনির কিছু স্বাস্থ্যকর প্রাকৃতিক বিকল্প
এস আলম সুগার মিলের আগুনে চিনির দামে প্রভাব পড়বে না: প্রতিমন্ত্রী
৯ মাস আগে
সিলেটে ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ট্রাকচালক আটক
সিলেটের বিশ্বনাথে ৭০ বস্তা ভারতীয় চিনিসহ নম্বরবিহীন একটি ট্রাক ও সেটির চালককে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে পৌরসভার জানাইয়া রাস্তার গেটের সামনে থেকে আটক করা হয়।
আটক চালক মুছলেহ উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে।
আরও পড়ুন: সিলেটে সাড়ে ১৯ লাখ টাকার চোরাই মোবাইল জব্দ, আটক ২
এ ঘটনায় থানার উপপরিদর্শক আবু ছালেহ মূছা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আর এই মামলায় আসামি করে ট্রাক চালককে আাদালতে সোপর্দ করা হয়েছে। আর ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) আব্দুল হক।
আরও পড়ুন: সিলেটে ৫৭ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
১১ মাস আগে