সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বস্তা ভারতীয় চিনি জব্দের দাবি করেছে পুলিশ। এই চিনির আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ দেওয়ানেরগাঁও এলাকার মো. রাজু (১৮), একই এলাকার মো. জয়নাল আবেদীন (১৯) ও উপজেলার সাতপরিকান্দি গ্রামের মো. জিল্লুর রহমান (২৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার শাহপরাণ (রহঃ) থানার খাদিম চা- বাগানের রাস্তায় চেকপোস্টে রাত ৮টার দিকে একটি পিকআপ আসে।সেটি তল্লাশি করে ৩৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়।
উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।