সিলেটে পুলিশ অভিযান চালিয়ে ৫১ লাখ ৬৬ হাজার ৭২০ টাকা মূলের ৮৯৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) সকালে শাহপরাণ (রহ.) থানার সিলেট-তামাবিল সড়কের জালালাবাদ ক্যান্টরমেন্টস্থ সিনেমা হল গেটের সামন থেকে ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্দ করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় একটি মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার বজ্রাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রাকচালক মো. সাজ্জাদ হোসেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মিছকিনপুর গ্রামের তোরাফ উল্লার ছেলে ট্রাকের সহকারী মো. রাজন মিয়া, ঝিনাইদহের কোটচাদপুর থানার গোবিন্দপুর থানার আব্দুল আলিমের ছেলে ট্রাকচালক রাসেল আহমদ এবং গাজীপুরের দক্ষিণবাগ গ্রামের ইন্তাজ আলীর ছেলে ট্রাকের সহকারী নূর মোহাম্মদ।
আরও পড়ুন: সিলেটে ৩৮৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে শাহপরাণ থানা পুলিশ জালালাবাদ ক্যান্টরমেন্টস্থ সিনেমা হল গেটের সামন থেকে দুইটি ট্রাকে ৪৫০ বস্তা চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ৫১ লাখ ৬৬ হাজার ৭২০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। বিধি মোতাবেক আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ