জাল ভোট
জাল ভোট দিতে গিয়ে রিকশাচালকের ১৫ দিনের কারাদণ্ড
কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আবুল কালাম নামে এক রিকশাচালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
আবুল ওই ইউনিয়নের কুমার পাড়া এলাকায় মৃত জহির উদ্দিনের ছেলে।
থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আবুল কালাম একবার এসে ভোট দিয়ে আরও একবার ভোট দিতে আসলে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য ৩টি উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
আরও পড়ুন: নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
৬ মাস আগে
সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ায় যুবককে ৬ মাসের জেল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় আবু হানিফ (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত আবু হানিফ দলরদী গ্রামের কবিরের ছেলে।
জানা যায়, ঘোড়া প্রতীকে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক হানিফ। জাল ভোট দেওয়ার সময় হানিফ ধরা পড়ে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৬ মাস আগে
জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ: ইসি হাবিব
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান।
নির্বাচন কমিশনার বলেন, ভোট ঘিরে দেশের কোথাও কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না।
আরও পড়ুন: মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না
শনিবার (২৭ এপ্রিল) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
৮ মে অনুষ্ঠিতব্য বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অবাধ নিরপেক্ষ ভোট করতে চান বলে জানান তিনি।
এসময় তিনি ভোট গ্রহণ কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো পক্ষপাতে নয়, অবাধ নিরপেক্ষ ভোটগ্রহণে আমাদের কমিশন বদ্ধপরিকর।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধারের ৫ দিন পর মারা গেছে শিশুটি
বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
৬ মাস আগে
সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, ২ জনের কারাদণ্ড
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার বাসুদেবকোল শ্রীরামের পাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) এই কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন-বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামের আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার ও একই গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে দণ্ডপ্রাপ্তরা ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে জাল ভোট: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড
নির্বাচনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হওয়ায় দুপুর সোয়া ১টার দিকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জাল ভোট দিতে এসেছিলেন বলে স্বীকার করেন।
এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: নরসিংদী-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে আ.লীগ প্রার্থীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ ইসির
১০ মাস আগে
খাগড়াছড়িতে জাল ভোট: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার সকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসানের ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহিদ হোসেন, শওকত মিয়া, ফুল মিয়া ও হালিম।
আরও পড়ুন: নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস জানান, তারা সবাই পানছড়ির ফাতেমা নগর এলাকার বাসিন্দা।
বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন: এই ভোট গণতন্ত্র রক্ষার ভোট: আইনমন্ত্রী
১০ মাস আগে