খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার দায়ে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার সকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসানের ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহিদ হোসেন, শওকত মিয়া, ফুল মিয়া ও হালিম।
আরও পড়ুন: নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস জানান, তারা সবাই পানছড়ির ফাতেমা নগর এলাকার বাসিন্দা।
বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন: এই ভোট গণতন্ত্র রক্ষার ভোট: আইনমন্ত্রী