দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার বাসুদেবকোল শ্রীরামের পাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) এই কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন-বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামের আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার ও একই গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে দণ্ডপ্রাপ্তরা ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে জাল ভোট: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড
নির্বাচনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হওয়ায় দুপুর সোয়া ১টার দিকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জাল ভোট দিতে এসেছিলেন বলে স্বীকার করেন।
এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: নরসিংদী-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে আ.লীগ প্রার্থীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ ইসির