চৌগাছা
যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
যশোরের চৌগাছায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূ ববিতা খাতুন যশোর চৌগাছা উপজেলার নারানপুর গ্রামের জেমস বিশ্বাসের স্ত্রী।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
জেমস বিশ্বাস বলেন, ঘরের ভেতরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলাম। ভোর ৪টার দিকে একটি সাপ আমার স্ত্রীর ডান হাতে ছোবল মারে। বুঝতে পেরে তাৎক্ষণিক স্ত্রীকে নিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই।
সেখানে অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শুভাশিস রায় বলেন, সাপের কামড়ে ববিতাকে ৬টা ২৬ মিনিটে ভর্তি করে নারী মেডিসিন ওয়ার্ডে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহের মধ্যে ‘হিট স্ট্রোকে’ দুই শিক্ষকের মৃত্যু
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৭ মাস আগে
চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে রজনী খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত রজনী খাতুন ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
রজনীর বাবা রেজাউল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে তিনি স্ত্রীসহ নিজেদের বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। রজনী তাদের মাছধরা দেখছিল এবং সেগুলো সংগ্রহ করে পাত্রে রাখছিল। এর কোনো একসময় রজনী পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেয়ে তিনি তার স্ত্রী ও স্থানীয়দের সহায়তায় রজনীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক রজনীকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় মাছভর্তি বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
১ বছর আগে
যশোরের চৌগাছায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের চৌগাছায় এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় গাড়ির ওয়ার্কশপ থেকে ‘মানসিক প্রতিবন্ধী’ যুবকের লাশ উদ্ধার
নিহত রাব্বি (১৯) বিশ্বাসপাড়ার সিএনজি চালক শরিফুল ইসলামের ছেলে ও চৌগাছা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসীরা জানান, মঙ্গলবার বিকালে রাব্বির মা গার্মেন্টসের কাজ শেষে বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর জানালা দিয়ে ছেলেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখের চিৎকার শুরু করেন।
এ সময় এলাকাবাসীর সহায়তায় জানালা দিয়ে বাঁশের সাহায্যে ঘরের দরজা খুলে রাব্বিকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে কিছুক্ষণ হাটানো হয়। এক পর্যায়ে সে মৃত্যুরকোলে ঢলে পড়ে।
প্রেমঘটিত কারণে রাব্বির মৃত্যু হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: সিলেটে মসজিদের পুকুর থেকে ইমামের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
১ বছর আগে
যশোর সীমান্তে ৪৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক
যশোরের চৌগাছা সীমান্তে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল জব্দ করেছে বিজিবি।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ দুই চোরাচালানিকে আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় একজন আটক, ৪৬ স্বর্ণের বার জব্দ
আটকরা হলেন- মাগুরা জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আবদুস কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৩৬) ও যশোরের চৌগাছা উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসাইন (২৬)।
এ প্রসঙ্গে ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে।
সন্ধ্যায় বড় আন্দুলিয়া গ্রামের পাকা রাস্তা দিয়ে যোগে সীমান্তগামী দুই মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে ধরে ফেলে বিজিবি।
প্রাথমিক তল্লাশিতে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা। আটক আসামিদের চৌগাছা থানায় হস্তান্তরসহ জব্দ করা স্বর্ণ যশোর কাস্টমস ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় কোমরের বেল্ট থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি
ঢাকা বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, বিমানকর্মী আটক: বিমানবন্দর এপিবিএন
১ বছর আগে
চৌগাছায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীসহ ৩জন গ্রেপ্তার
যশোরের চৌগাছায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মুক্তদাহ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইসমত আরা (২৮) পৌরসভার (চৌগাছা) বিশ্বাসপাড়ার মশিয়ার রহমানের মেয়ে এবং মুক্তদাহ গ্রামের আনিছুর রহমানের ছেলে মজনুর রহমান মজনুর স্ত্রী।
আরও পড়ুন: ঢাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৯
পুলিশ জানায়, ১১ বছর আগে ইসমত আরার সঙ্গে মজনুর বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে দুটি ছেলে সন্তান জন্ম নেয়। শুক্রবার রাতে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, ইসমত আরাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতের ভাই এ ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হাতকড়া নিয়ে পালানোর ৩২ দিন পর আসামি গ্রেপ্তার
রাজধানীতে পলাতক হিযবুত তাহরীর নেতা গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে
চৌগাছায় বজ্রপাতে প্রাণ গেল পশু চিকিৎসকের
যশোরের চৌগাছায় বজ্রপাতে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর-দিঘড়ীর মাঠের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর রহমান (৫০) ওই ইউনিয়নের গয়ড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং পেশায় একজন পশু চিকিৎসক।
স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মন্টু মিয়া বলেন, প্রতিদিনের মতো আমিনুর রহমান পশু দেখতে গদাধরপুর গ্রামে যায়। এরপর গদাধরপুর থেকে দিঘড়ী পশু দেখতে যাওয়ার সময় হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রামে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাজশাহীতে বাসার ছাদে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
১ বছর আগে
চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
যশোরের চৌগাছায় ধানখেতের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেঘরী গ্রামের দুয়ালের মাঠে এই ঘটনা ঘটে।
নিহত বছির উদ্দীন (৫২) উপজেলার পাতিবিলা ইউনিয়নের তেঘরী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আরও পড়ুন: চৌগাছায় মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যু
জানা যায়, বিকালে বসির উদ্দীন ধানখেতে কাজ করতে যান। সন্ধ্যার দিকে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরে আসছিলেন। তিনি গ্রামের মোড়ে পৌঁছালে বজ্রাঘাতের শিকার হন। এতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লুৎফুন্নেছা লতা জানান, হাসপাতালে আনার আগেই বছির উদ্দীন মারা গেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় পৃথক বজ্রপাতে কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ২
১ বছর আগে
চৌগাছায় মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যু
যশোরের চৌগাছায় মাঠে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারিনিবাস গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সাগর কুমার বিশ্বাস (২১) পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের হালদারপাড়ার রবি বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ শিশু নিহত
পারিবারিক সুত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় আকাশে মেঘ জমেছিল ও বৃষ্টি হবার সম্ভাবনা থাকায় সাগর নিজেদের জমিতে কেটে রাখা ধান গুছাতে যায়। সে সময় তার সঙ্গে বাবা রবি বিশ্বাস, বড় ভাই সাধন বিশ্বাস, কাকা মৃত্যুঞ্জয় বিশ্বাসও ছিলেন।
এক পর্যায়ে রাত ৮ টার দিকে মাঠে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় সাগর।
এতে তার বাবা রবি বিশ্বাস, কাকা মৃত্যুঞ্জয় অজ্ঞান হয়ে যায়।
পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ কৃষক নিহত
সিলেটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
১ বছর আগে
চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু
যশোরের চৌগাছায় পাঁচতলা একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শ্রেয়া বালা (৭) শহরের নিরিবিলি পাড়ার হোমিওপ্যাথি চিকিৎসক শংকর কুমারের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, এদিন সকাল সাড়ে ১০ টায় শ্রেয়া তার মায়ের সঙ্গে ডাক্তার জিল্লুর রহমানের নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় ভবনের উপর থেকে শ্রেয়ার মাথায় ইট পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ডা.সাইমা নাহিন শান্তা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা ১২ দিকে শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে ইঁদুর মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু!
ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
চুয়াডাঙ্গায় শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গার দর্শনায় শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে জামাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও চারজনের সাত বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। পরে সন্ধ্যার দিকে তাদেরকে জেলা কারাগারে নেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের চৌগাছা থানার গুয়াতলী গ্রামের মৃত শের আলী মণ্ডলের ছেলে আতিয়ার রহমান। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া একই গ্রামের মৃত জহর আলী মণ্ডলের আব্দুল লতিফ, লিয়াকত আলীর ছেলে মোমিন, মৃত হুজুর আলী মণ্ডলের ছেলে আব্দুল গনি ও একই উপজেলার বাদেখানপুর মাঝপাড়ার মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে আনোয়ার হোসেন আনু। এই চারজনকে সাত বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার আজিমপুর স্কুলপাড়ার আব্দুল কাদেরের মেয়ে জোসনা খাতুনের সঙ্গে বিয়ে হয় চৌগাছার আতিয়ার রহমানের। এরপর তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের জের ধরে ২০১৪ সালের ২৬ জুন আতিয়ারসহ পাঁচ আসামি জোসনা খাতুনের বাড়িতে হানা দেয়। এসময় সাবেক স্ত্রী জোসনাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জোসনার মা তাহমিনা খাতুন বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে মারা যান তহমিনা খাতুন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে পরদিন দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তহমিনা খাতুনের স্বামী আব্দুল কাদের। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই মিজানুর রহমান। এরপর ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে দীর্ঘ আট বছর পর এ মামলায় রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন পিপি বেলাল হোসেন।
আরও পড়ুন: গুরুদাসপুরে ভ্যান চালক হত্যার অভিযোগে ভাড়াটে খুনিসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে দুই ভাই হত্যায় ৪ জনের যাবজ্জীবন
২ বছর আগে