যশোরের চৌগাছায় ধানখেতের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেঘরী গ্রামের দুয়ালের মাঠে এই ঘটনা ঘটে।
নিহত বছির উদ্দীন (৫২) উপজেলার পাতিবিলা ইউনিয়নের তেঘরী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আরও পড়ুন: চৌগাছায় মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যু
জানা যায়, বিকালে বসির উদ্দীন ধানখেতে কাজ করতে যান। সন্ধ্যার দিকে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরে আসছিলেন। তিনি গ্রামের মোড়ে পৌঁছালে বজ্রাঘাতের শিকার হন। এতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লুৎফুন্নেছা লতা জানান, হাসপাতালে আনার আগেই বছির উদ্দীন মারা গেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।