যশোরের চৌগাছায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশী বৃদ্ধকে আটক হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুন) বিকালে চৌগাছা উপজেলার ৭ নম্বর পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে।
পুলিশ জানিয়েছে, বাড়ির পাশেই খেলা করছিল শিশুটি। সেদিন বিকাল ৩টার দিকে ওই প্রতিবেশী বৃদ্ধ জোর করে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তার লালসার শিকার হয় শিশুটি।
ভুক্তভোগী শিশুটির ফুফু জানান, সেদিন বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেন শিশুটিকে। এরপর কিছু জিজ্ঞাসা করার আগেই তার পায়ে রক্ত দেখে ঘরে নিয়ে যান তারা। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিশুটি যে ধর্ষণের শিকার হয়েছে তা নিশ্চিত করে চৌগাছা উপজেলা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষার জন্য তাকে ইওসিতে পাঠানো হয়। তবে অনেক বেশি পরিমাণে রক্তপাত হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।