কপোতাক্ষ নদ
কয়রায় বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত
খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নং পোল্ডারের চরামুখা স্থানে কপোতাক্ষ নদের তীরবর্তী বেড়িবাঁধের প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার কয়েকশত একর মৎস্য ঘের ডুবে গেছে।
প্লাবিত গ্রামবাসী জানায়, অনেক দিন ধরে ওই স্থানের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। বেড়িবাঁধ মেরামতের জন্য স্থানীয়রা বেশ কয়েক দিন ধরে স্বেচ্ছায় কাজ করেছে। কিন্তু রবিবার ভোরে জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। দুপুরের জোয়ারে শেষ পর্যন্ত আর পানি আটকানো সম্ভব হয়নি।
আরও পড়ুন: টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবি সাতক্ষীরার উপকূলবাসীর
বেড়িবাঁধ মেরামতের বিষয়ে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (পূর্ব) মশিউল আবেদীন বলেন, বাঁধটি অনেক দূর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। চাইলেও দ্রুত মেরামত বা সংস্কার সম্ভব ছিল না। তাছাড়া নদীতে জোয়ারের পানি না কমলে কাজ করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত
এ ব্যাপারে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস জানান, প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সার্বিক সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নির্দেশনা দেয়া হয়েছে এবং সেই সঙ্গে দ্রুত বাঁধ মেরামতের পদক্ষেপ নেয়া হচ্ছে।
১২৬৪ দিন আগে
কপোতাক্ষ নদ থেকে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের লাশ দেখতে পায় স্থানীয়রা। ইয়াকুবের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, একজনের ফাঁসির আদেশ
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি ঋণগ্রস্ত ছিলেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনও কিছু বলতে পারছি না।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারা
১৪৪৩ দিন আগে
খুলনায় অপহৃত কলেজছাত্র আমিনুরের মরদেহ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার এলাকায় অপহৃত আমিনুরের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে আগড়ঘাটা বাজারের অপর প্রান্ত শাহজাতপুরের দিকের কপোতাক্ষ নদে তার মরদেহ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. তাকবীর হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কাওসার আলী জোয়াদ্দার জানান, আমিনুলকে যেখানে মেরে নদীতে ফেলা হয় তার প্রায় ১ হাজার ফুট দূরে কপোতাক্ষ নদে মরদেহ পাওয়া যায়।
এর আগে খুলনার পাইকগাছায় মুক্তিপণের দাবিতে কলেজছাত্র আমিনুর রহমানকে অপহরণের পর হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) নিহতের বাবা সুরমান গাজী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের পর গত তিনদিন ধরে কপোতাক্ষ নদে ব্যাপক তল্লাশি চালিয়ে বুধবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার একমাত্র আসামি ফয়সাল খুনের বর্ণনা করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকালে তার জবানবন্দি রেকর্ড করেন ওই আদালতের বিচারক মো. মনিরুজ্জামান।
নিহত আমিনুর উপজেলার কপিলমুনির শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আটককৃত ফয়সাল সরকার পাইকগাছার গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
পড়ুন: সেগুনবাগিচা থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এর আগে ৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আমিনুরকে মোবাইল ফোনে ডেকে নেয় ফয়সাল। বন্ধুর ডাকে সাড়া দিয়ে পাইকগাছা উপজেলার আড়ংঘাটা বাজারের পাশে কপোতাক্ষ নদের তীরে মিলিত হয় তারা দু’জন। প্রথমে ঘুমের বড়ি মিশ্রিত জুস খাওয়ানো হয় আমিনুলকে। এরপর তারা উভয়ে একসাথে সিগারেট সেবন করে। আমিনুরের জ্ঞান হারানোর মতো অবস্থা হলে দা দিয়ে গলায় ও ঘাড়ে কুপিয়ে জখম করে নদীতে ফেলে দেয় ফয়সাল। আমিনুরের ব্যবহৃত ফোন দিয়ে ওইদিন রাত ১০ টার দিকে তার বাবা ছুরমান গাজীর কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এসময় মুক্তিপণের টাকা পাইকগাছা ব্রীজের নিচে রাখতে বলা হয়। এরপর অপহৃত আমিনুরের বাবা ছুরমান গাজী তার কথামত দাবির কিছু টাকা নির্দিষ্ট স্থানে রেখে দূর থেকে লোক দিয়ে নিরীক্ষণ করেন। পরে ফয়সালকে টাকা নিয়ে ফেরার সময় আটক করে পুলিশে সোর্পদ করা হয়। তার দেয়া তথ্য মতে, কপোতাক্ষ পাড়ে গিয়ে রক্তের দাগ পাওয়া গেলেও সেদিন মরদেহ পাওয়া যায় নি।
পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফয়সাল জানায়, তার প্রেমিকার মোটরসাইকেল কেনার আবদার রক্ষা করতে তিনি আমিনুরকে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে।
পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীর লাশ
বাগেরহাটে নিখোঁজের ২ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
১৫১৪ দিন আগে
কপোতাক্ষ নদের ভাঙনে আতঙ্কে ৫ গ্রামের মানুষ
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনে আতঙ্কে রয়েছেন দুটি ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ। ক্ষতি হতে পারে কোটি কোটি টাকার সম্পদ। চিংড়ি ঘের, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজি, মন্দির, ফসলি জমি, কাঁচা ঘরবাড়ি ও মুরগি ফার্ম ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৮৯৬ দিন আগে
পানিশূন্য কপোতাক্ষ নদ, উজান সংযোগ বন্ধে হারিয়েছে চিরচেনা রূপ!
এক সময়ের প্রমত্তা খরস্রোতা কপোতাক্ষ নদ শুকিয়ে গেছে। পানিশূন্য নদের বুকে জন্মেছে ঘাস। চরে বেড়াচ্ছে গবাদি পশুও। এ নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অসংখ্য হাটবাজার। কিন্তু অবৈধ দখল-ভরাটে সেই নদী এখন পরিণত হয়েছে ময়লার স্তুপে। কোথাও আবার হচ্ছে ফসলের চাষ।
২০৮৩ দিন আগে
সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত
সাতক্ষীরার আশাশুনিতে প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
২০৯৫ দিন আগে
যশোরে কপোতাক্ষ নদের ওপর তৈরি বাঁশের সাঁকো এখন মরণফাঁদ!
যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের ওপর ১৯ বছর আগের তৈরি একটি বাঁশের সাঁকো এলাকাবাসীর কাছে এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
২১৫৬ দিন আগে