খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নং পোল্ডারের চরামুখা স্থানে কপোতাক্ষ নদের তীরবর্তী বেড়িবাঁধের প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার কয়েকশত একর মৎস্য ঘের ডুবে গেছে।
প্লাবিত গ্রামবাসী জানায়, অনেক দিন ধরে ওই স্থানের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। বেড়িবাঁধ মেরামতের জন্য স্থানীয়রা বেশ কয়েক দিন ধরে স্বেচ্ছায় কাজ করেছে। কিন্তু রবিবার ভোরে জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। দুপুরের জোয়ারে শেষ পর্যন্ত আর পানি আটকানো সম্ভব হয়নি।
আরও পড়ুন: টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবি সাতক্ষীরার উপকূলবাসীর
বেড়িবাঁধ মেরামতের বিষয়ে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (পূর্ব) মশিউল আবেদীন বলেন, বাঁধটি অনেক দূর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। চাইলেও দ্রুত মেরামত বা সংস্কার সম্ভব ছিল না। তাছাড়া নদীতে জোয়ারের পানি না কমলে কাজ করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত
এ ব্যাপারে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস জানান, প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সার্বিক সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নির্দেশনা দেয়া হয়েছে এবং সেই সঙ্গে দ্রুত বাঁধ মেরামতের পদক্ষেপ নেয়া হচ্ছে।