বাধা দেওয়া
ঢাকা-আরিচা মহাসড়কে ২ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাধা দেওয়ায় আটক ৩
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সাভার পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকারের নেতৃত্বে রবিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভার সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় প্রশাসনের কাজে বাধা দেওয়ায় ৩ ব্যক্তি আটক হয়েছেন। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবু বকর সরকার।
এদিন উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা বাসস্ট্যান্ড ও সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলে।
আরও পড়ুন: বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আটক তিনজনের মধ্যে দুজন থানা বাসস্ট্যান্ডে ফুটপাত দখলে নিয়ে বিরিয়ানির ডেক্সি বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ ডেক্সি সরিয়ে দেওয়ার সময় তারা বাধা প্রদান করেন। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের আটক করা হয়। এছাড়া সিটি সেন্টারের পাশে এক পত্রিকা হকারকে আটক করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় মহাসড়কে চলাচলরত বেশ কিছু ব্যাটারিচালিত রিকশার চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। এছাড়া সকল ভাসমান অবৈধ স্থাপনাসহ গেন্ডা এলাকা থেকে একটি স’মিলের কাঠের বড় আকারের গুড়ি, ভাসমান হকারদের ব্যবহৃত বেশ কিছু চৌকি, চেয়ার-টেবিল, গ্যাসের চুলা ও কাঠের বাক্স ট্রাকে তুলে নেওয়া হয়।
এসব দ্রব্য নিলামে তোলা হবে বলে সাংবাদিকদের জানান ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রাসেল নুর, সাভার পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ছামছুদ্দিন, সহকারী প্রকৌশলী আলম মিয়া, সচিব আবদুর রব শিকদার প্রমুখ।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলায় আহত ৭, শ্রমিক গুলিবিদ্ধ
২ সপ্তাহ আগে
মাদক সেবনে বাধা দেওয়ায় ৬০ বছরের নারীকে ধর্ষণের পর হত্যা
মাদক সেবনে বাধা দেওয়ায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুতে রাখা হয় তারই ঘরের মেঝেতে।
নিখোঁজের সাত মাস পর ঘটনার রহস্য উদ্ঘাটন শেষে সংবাদ সম্মেলনে রবিবার এ তথ্য জানান বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
আরও পড়ুন: মাদক সেবনে বাধা দেওয়ায় মুদি দোকানির গায়ে আগুন
সাত মাস আগে নিখোঁজ হন জেলার বাকেরগঞ্জের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত জয়নাল গাজীর স্ত্রীরিজিয়া বেগম। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের ভাই হাওলাদার মাসুদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার সূত্র ধরে তদন্তে নামে বরিশাল জেলা পুলিশ। প্রযুক্তির ব্যবহার করে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারা হলেন- একই ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত আইউব আলীর ছেলে মো. ফয়সাল ও মৃত কালাম হাওলাদার কালুর ছেলে লালচাঁন।
পুলিশ সুপার বলেন, রিজিয়া বেগম একাই বসবাস করতেন। প্রায় সাত মাস আগে নিখোঁজ হন তিনি। গত ১৩ এপ্রিল রিজিয়ার ছেলে রাসেল বাড়ি এলে ঘরের ভেতরে মাটির স্তুপ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে তারা আদালতের নির্দেশে ঘরের ভেতর থেকে রিজিয়ার লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
পুলিশ সুপার আরও বলেন, ফয়সাল ও লালচাঁন প্রতিনিয়ত ওই নারীর ঘরে ও আশপাশে মাদক সেবন করতেন। এতে বাধা দেওয়ায় ঘটনার দিন অর্থাৎ প্রায় সাত মাস আগে পরিকল্পিতভাবে ধর্ষণের পর গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করেন ফয়সাল ও লালচাঁন। এরপর রিজিয়ার ঘরেই মাটি খুঁড়ে তাকে চাপা দেন তারা।
তিনি বলেন, ফয়সাল ও লালচাঁন দুইজনেই মাদকাসক্ত। গ্রেপ্তার দুইজনকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বহিষ্কার
৮ মাস আগে