ডিবিপ্রধান
এমপি আনার হত্যার তদন্তে সন্তুষ্ট ডিবিপ্রধান
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহভাজন দুই আসামি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ।
শনিবার (১৩ জুলাই) ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হারুন বলেন, 'এ ঘটনায় এখন পর্যন্ত আমরা ৯ জনকে গ্রেপ্তার করেছি এবং দুজন এখনও ভারতে রয়েছে।’
গোয়েন্দাপ্রধান বলেন, পুলিশ অযথা কাউকে তলব ও হয়রানি করছে না। ‘তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
হারুন বলেন, বাংলাদেশে থাকা অপরাধীদের দ্রুত ধরতে সক্ষম হয়েছে ডিবি।
আরও পড়ুন: ডিএনএ নমুনা দিতে শিগগিরই ভারতে যেতে পারে আনার পরিবার: ডিবিপ্রধান
গত ১১ মে বাংলাদেশ থেকে সড়কপথে রওনা হন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন (বাংলাদেশের খুলনাকে ভারতের নদীয়ার সঙ্গে সংযোগকারী) এবং বরানগরের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে থাকতে শুরু করেন।
১৩ মে দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ কলকাতার একটি হাসপাতালে নিউরোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের নাম করে ক্যাবে করে বিশ্বাসের বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। আনারকে বহনকারী ট্যাক্সির চালক কলকাতা পুলিশকে জানিয়েছেন, নিউ মার্কেট এলাকা থেকে আরেক বাংলাদেশিকে তুলে নিয়ে নিউ টাউনের একটি ফ্ল্যাটে ওঠেন তারা। মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট যদি প্রথম স্থানে ছিল তবে সেখানে যায়নি।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাজারহাটের অভিজাত উন্নয়ন সংস্থা সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে আনার ছাড়াও দু'জন পুরুষ ও এক নারী ঢোকেন। পরের চারদিন ধরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকি তিনজন বিভিন্ন সময়ে ভবন থেকে বের হয়ে গেলেও এমপিকে আর দেখা যায়নি।
ধারণা করা হচ্ছে, সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকার প্রথম দিনই তাকে হত্যা করা হয়। ওই অ্যাপার্টমেন্টের সেপটিক ট্যাংকে কিছু মানুষের দেহাবশেষ পাওয়া গেলেও নিহত এমপি আনারের পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ মিলেছে কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় ২২ মে নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের অভিযোগের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
আরও পড়ুন: এমপি আনার হত্যার বিষয়ে মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবিপ্রধান
ডিবিপ্রধান হারুন এই হত্যাকাণ্ডের পেছনে কারা এবং কেন ছিলেন তা নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে নানা তত্ত্ব দাঁড় করালেও এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনো উত্তর সন্তোষজনকভাবে পাওয়া যায়নি।
হারুন শুরু থেকেই ঝিনাইদহে এমপির কৈশোরের বন্ধু ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান ওরফে শাহীনের হাতের দিকে ইঙ্গিত করেছেন। যিনি একজন মার্কিন নাগরিক। কলকাতার যে ফ্ল্যাটে খুনের ঘটনা ঘটেছে, সেই ফ্ল্যাটটি তিনি এক ভারতীয় আইএএস কর্মকর্তার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন। কিন্তু যখন ঘটনা ঘটে সেসময় শাহীন নিজে কলকাতায় উপস্থিত ছিলেন না।
মতাদর্শগত পার্থক্য থেকে শুরু করে ব্যবসায়িক বিরোধেরর সম্ভাব্য কারণও থাকতে পারে বলে ধারণা করছেন ডিবিপ্রধান।
অতি সম্প্রতি এমপির মেয়ে বলেছেন, তার বাবার হত্যার পেছনের কারণটি শেষ পর্যন্ত রাজনৈতিক। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঝিনাইদহ শাখার কোন্দল।
আরও পড়ুন: এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত ৭ আসামিই গ্রেপ্তার: ডিবিপ্রধান
৫ মাস আগে
ডিএনএ নমুনা দিতে শিগগিরই ভারতে যেতে পারে আনার পরিবার: ডিবিপ্রধান
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তার পরিবারের সদস্যরা শিগগিরই ডিএনএ নমুনা দিতে ভারতে যাবেন।
ভারতীয় সিআইডি যদি তাদের ভারতে যাওয়ার আহ্বান জানায়, তাহলে ধরে নেওয়া হবে তারা (সিআইডি) তাদের ডিএনএ পরীক্ষার জন্য ডাকবে।
শনিবার(৮ জুন) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আরও পড়ুন: এমপি আনার হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ডিবিপ্রধান
তিনি বলেন, এমপির পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার জন্য খুব শিগগিরই ভারতে যাবেন।
ডিবিপ্রধান বলেন, ‘ইতোমধ্যেই কলকাতা সিআইডি-র সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নাম ও মোবাইল নম্বরও নিয়েছেন ভারতীয় তদন্তকারী কর্মকর্তারা। শিগগিরই ডাক পড়বে। যদি তারা ফোন করে, ধরে নিন তারা ডিএনএ পরীক্ষার জন্য তাদের ডাকবেন," বলেন ।
অপর এক প্রশ্নের জবাবে হারুন বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
হারুন বলেন,‘তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’
আরও পড়ুন: আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন সিয়াম-জিহাদকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ: ডিবিপ্রধান
৬ মাস আগে