মান্দা
নওগাঁর মান্দায় ২ জনের লাশ উদ্ধার
নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।
নিহতদের নাম শফিকুল ইসলাম বাবু (৩২) ও রতন চন্দ্র মোদক (৬৩)। তাদের মধ্যে শফিকুল গোপালগঞ্জের সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে রতন চন্দ্র মোদক মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর লাশ উদ্ধার
শফিকুল ইসলাম বাবুর মা শেফালি বেগম মোবাইলফোনে বলেন, ‘আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। গত সোমবার শ্বশুর বাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিল। গত দুই দিন ধরে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।’
অন্যদিকে নিহত রতন মোদকের নাতি বাঁধন কুমার মোদক বলেন, ‘আমার দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে তার লাশ পাওয়া যায়।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘নিহত যুবকের কাছে পাওয়া মোবাইলফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় শনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: যশোরে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার
২৩ ঘণ্টা আগে
নওগাঁয় ডাম্পট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ৩
নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর এলাকায় ডাম্পট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে পিকআপ চালক আকরাম হোসেন (৪৫), একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রাজন ইসলাম (৩৫) ও নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার মৃত আবউল কাদিরের ছেলে রবিউল ইসলাম (৪০)।
আরও পড়ুন: নাটোরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত
স্থানীয়রা জানান, রাতে শ্রমিকবাহী একটি পিকআপ রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো দু’জনের মৃত্যু হয়। ভারী কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ও পুলিশ ধারণা করছেন।
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধারের কাজ শেষ করেছে মান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ।
তিনি আরও বলেন, লাশগুলো মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ডাম্পট্রাক ও পিকআপ থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় কেউ মামলা করলে লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আর যদি কেউ আপত্তি বা মামলা না করেন তাহলে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত
গাইবান্ধায় বাসের সঙ্গে বিজিবি বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
১০ মাস আগে
নওগাঁর মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার
ওগাঁর মান্দায় একটি আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোররাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ওই আমবাগানে অভিযান পরিচালনা করে পুলিশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল উদ্ধার
এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে জড়ানো ১৮টি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ওসি বলেন, ককটেল গুলো প্রাথমিকভাবে তাজা মনে হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার ককটেলগুলো পরীক্ষা করবেন। তবে কী উদ্দেশ্যে ককটেল গুলো আম বাগানে মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
বরিশালে ৫ ককটেল উদ্ধার
১ বছর আগে
নওগাঁয় বোনকে আনতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের
নওগাঁর মান্দায় রাস্তা পারাপারের সময় সাব্বির হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহা সড়কের চুনআতা পাড়া মোড়ে রাস্তা পার হওয়র সময় অজ্ঞাত মাইক্রো বাসের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
নিহত সাব্বির হোসেন মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সাব্বির হোসেন বোনের বাড়ি বেড়াতে আসে। তার বোন মোহনা বেগম মান্দা উপজেলার বদ্দপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মামুন হোসেনের স্ত্রী। ঈদের পরে বোনকে নিতে মান্দায় আসে সাব্বির। বিকেলে ৫টার দিকে স্থানীয় চুন আতা পাড়া মোড়ে বেড়াতে যায় সাব্বির। এসময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রো বাস ধাক্কা দিয়ে চলে যায়। এরপর রাস্তার ওপর ছিটকে পড়ে যায় সাব্বির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাব্বিরের বোন মোহনা বেগম বলেন, আমার ভাই আমাকে নিতে এসেছিল। আগামীকাল (শুক্রবার) বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। বিকেলে আমার ভাই চুন আতা পাড়া মোড়ে ঘুরতে গিয়েছিল। সেসময় রাস্তা পার হতেই আমার ভাইটার প্রাণ গেল মাইক্রোবাসের ধাক্কায়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ধাক্কা দিয়েই মাইক্রো বাসটি দ্রুত চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
২ বছর আগে
মান্দায় মা-ছেলের লাশ উদ্ধার, শাশুড়ি আটক
নওগাঁর মান্দায় মা ও দুই বছর বয়সী ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর সরদারপাড়া গ্রামে শোবার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের ময়েন উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (২২) ও তাঁর ছেলে আমির হামজা (০২)। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিহত আমেনা খাতুনের শাশুড়ি এজেদা বিবিকে (৫০) আটক করেছে পুলিশ। তবে তার স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন।
নিহত আমেনা খাতুনের চাচা সাগর মাহমুদ জানান, ভাতিজি আমেনা খাতুনের বাড়ি নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে। প্রায় পাঁচ বছর আগে মান্দা উপজেলার গনেশপুর সরদারপাড়া গ্রামের আবেদ আলী মৃধার ছেলে ময়েন উদ্দিনের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় জামাইকে ডিসকভার মোটরসাইকেল, সোনার গহনাসহ ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র যৌতুক হিসেবে দেয়া হয়েছিল। এরপরও টাকার দাবিতে মাঝে মধ্যেই আমেনাকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল জামাইসহ তাঁর পরিবারের লোকজন।
আরও পড়ুন: নবাবগঞ্জে ব্রিজ থেকে নবজাতকের লাশ উদ্ধার
তিনি আরও বলেন, প্রায় তিন মাস আগে ভাতিজি আমেনা খাতুনকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। এরপর সে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে বাবার বাড়িতেই ছিল। তিন সপ্তাহ আগে মান্দার গণেশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নিয়ামতপুরের শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান মধ্যস্থতায় সালিসের পর সমঝোতা হওয়ায় ভাতিজি আমেনা খাতুনকে জামাই বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এর কয়েকদিন পরেই ভাতিজি ও তাঁর দুই বছরের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে জামাইসহ তাঁর পরিবারের লোকজন।
নিহতের মামা আশরাফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শনিবার রাত ১১টার দিকে জামাই বাড়ি গিয়ে শোবার ঘরের খাটের ওপর মা ও ছেলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে সংবাদ দেয়া হলে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। এ সময় জামাই ময়েন উদ্দিন ও বেয়াই আবেদ আলীকে বাড়িতে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মা ও ছেলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: রাজশাহীতে পল্লী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার
ওসি আরও বলেন, ঘটনায় নিহত আমেনা খাতুনের শাশুড়ি এজেদা বিবিকে আটক করা হয়েছে। নিহত আমেনা খাতুনের স্বামী ময়েন উদ্দিন ও শ্বশুড় আবেদ আলী মৃধাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
২ বছর আগে
নওগাঁয় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
নওগাঁর মান্দায় পিকআপ ও মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক শামীম আহমেদ (২৪) রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম (২৮) নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।
পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সকাল ৯ টার দিকে মালটাবোঝাই একটি পিকআপ রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৩ বছর আগে
নওগাঁতে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত
জেলার মান্দায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
৪ বছর আগে
আত্রাই নদীর বাঁধ ভেঙে নওগাঁয় ২২ গ্রাম প্লাবিত
নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলায় নতুন করে আরও ছয়টি স্থানে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ২২ গ্রাম প্লাবিত হয়েছে।
৪ বছর আগে
সন্ধ্যায় আটক, ভোরে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
নওগাঁর মান্দা উপজেলার দেুলয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুরে মঙ্গলবার ভোররাতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
৪ বছর আগে