নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।
নিহতদের নাম শফিকুল ইসলাম বাবু (৩২) ও রতন চন্দ্র মোদক (৬৩)। তাদের মধ্যে শফিকুল গোপালগঞ্জের সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে রতন চন্দ্র মোদক মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর লাশ উদ্ধার
শফিকুল ইসলাম বাবুর মা শেফালি বেগম মোবাইলফোনে বলেন, ‘আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। গত সোমবার শ্বশুর বাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিল। গত দুই দিন ধরে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।’
অন্যদিকে নিহত রতন মোদকের নাতি বাঁধন কুমার মোদক বলেন, ‘আমার দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে তার লাশ পাওয়া যায়।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘নিহত যুবকের কাছে পাওয়া মোবাইলফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় শনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: যশোরে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার