বদিউল আলম
নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান বদিউল আলমের
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নির্ভরযোগ্যতা ও এর অপব্যবহার নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে যন্ত্রটির ব্যবহার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মজুমদার ইভিএমকে 'ত্রুটিপূর্ণ ও বিতর্কিত ডিভাইস' বলে উল্লেখ করেন।
নির্বাচনি আইন, বিধিবিধান ও প্রক্রিয়ার দুর্বলতা দূর করতে নির্বাচন সংস্কার কমিশন এ পর্যন্ত ২১টি বৈঠক করেছে।
আরও পড়ুন: রাষ্ট্র সংস্কারে জামায়াতের ৪১ প্রস্তাবনা, বিচার ব্যবস্থা সংস্কার ও ইভিএম বাতিলের আহ্বান
বৈঠকগুলোতে আলোচনার ভিত্তিতে কমিশন অধিকতর স্বচ্ছ ও দক্ষ নির্বাচনি ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ প্রস্তুত করেছে।
বদিউল আলম বলেন, ‘আমাদের সদস্যরা বিভিন্ন অংশীজনদের সঙ্গে পরামর্শও করেছেন। আমরা আমাদের ওয়েবসাইট, ইমেল এবং সামাজিক মাধ্যমেও প্রতিক্রিয়া সংগ্রহ করছি। এখনও পর্যন্ত আমরা ৩৬৪টি ইমেইল ও মেসেজের মাধ্যমে মূল্যবান মতামত পেয়েছি।’
কমিশনের নিরপেক্ষতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'আমাদের কোনো গোপন কর্মসূচি নেই। আমাদের কাজ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত নয়। অতীতের ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
মজুমদার আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলোর কথিত ভূমিকার নিন্দা জানিয়ে অভিযোগ করেন যে, তারা ভোটার এবং প্রার্থীদের বেআইনিভাবে হয়রানি করেছে। ‘যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়ায় এ ধরনের অনিয়মের কোনো স্থান নেই।’
ইভিএম ব্যবহারে চ্যালেঞ্জ
প্রযুক্তিগত সমস্যা ছাড়াও ইভিএম সংক্রান্ত আরও চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিচালনার অদক্ষতা এবং স্বচ্ছতার অভাবক। হঠাৎ করে ভোটকেন্দ্র এর ব্যবহারের ঘোষণা যৌক্তিক জটিলতা তৈরি করেছে, যা নির্বাচনি প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা আরও কমিয়ে দিয়েছে।
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডে (বিএমটিএফ) বর্তমানে প্রায় ৬০ থেকে ৭০ হাজার ত্রুটিপূর্ণ ইভিএম মজুদ রয়েছে। এতে নিয়মিত গুদাম ব্যয় বহন করতে হচ্ছে, যা প্রাথমিক প্রকল্পের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি।
নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। কারণ, অংশীজনরাও আশা করছেন এই প্রচেষ্টাগুলো দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে।
আরও পড়ুন: সিসিক নির্বাচন: ভোটকেন্দ্রে ১৭৪৭টি সিসি ক্যামেরা, কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ ভোটের সরঞ্জাম
১৩৪ দিন আগে
প্রবীণ সাংবাদিক বদিউল আলম আর নেই
জাতীয় প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও কোষাধ্যক্ষ বদিউল আলম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
দীর্ঘদিন বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিউজ টুডের সাবেক সিটি এডিটর বদিউল আলম।
আরও পড়ুন: চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাত সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বদিউল আলমকে দাফন করা হবে।
বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
এক বিবৃতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান নেতারা।
আরও পড়ুন: লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
১৮২ দিন আগে
নির্বাচনি সংস্কারের সুপারিশ করা আমাদের কাজ, বাস্তবায়ন নয়: বদিউল আলম
নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশনের (ইসি) প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, তারা নির্বাচনি ব্যবস্থার সব দিক পর্যালোচনা করে সুপারিশ করবেন।
তিনি বলেন, আমরা নির্বাচনি ব্যবস্থার সব দিক পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে সুপারিশ তৈরি করব। কিন্তু বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব নয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক মজুমদার এ তথ্য জানান।
আরও পড়ুন: আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না: ড. বদিউল আলম
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সংবাদ সম্মেলনের আয়োজন করে কন্যা শিশুদের অবস্থা পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করে।
তিনি বলেন, তার কমিশন সুপারিশ করবে এবং তা করার জন্য ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯০ দিন সময় দেওয়া হয়েছে।
আগামী ১৮ মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করে নির্বাচন করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘আমি জানি না। আমার মনে হয় আরও সময় লাগবে।’
তিনি বলেন, রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপ হবে। ‘একটি রোডম্যাপ তৈরি করা হবে এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্ণ উপলক্ষে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংবিধান ও পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারের জন্য ছয়জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন।
কমিশনগুলো হলো- ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, টিআইবির ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন, আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন।
আরও পড়ুন: আ’লীগ নেতা বদিউল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১৮৭ দিন আগে