প্যারোল
প্যারোলে মুক্তির আবেদনই করেনি কারাবন্দি সাদ্দামের পরিবার!
স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন করা হয়নি। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের ওই সভাপতির প্যারোলে মুক্তির আবেদনসংক্রান্ত সংবাদে ভিন্নমত প্রকাশ করে এ কথা জানিয়েছে যশোর জেলা প্রশাসন।
যশোর জেলা প্রশাসকের (ডিসি) মিডিয়া সেলের সহকারী কমিশনার আশীষ কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদনের বিষয়ে ব্যাখা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দি সাদ্দামকে বাগেরহাট কারাগার থেকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি। বরং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তার পরিবারের বক্তব্য থেকে জানা যায়, সময় স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে কারা ফটকে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেসবুকের বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে যে কারাবন্দি সাদ্দাম স্ত্রীকে চিঠি লিখতেন। কারাগারে বন্দি অবস্থায় যে ছবি দেখা যাচ্ছে, তা যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এছাড়া আবেদনের পরও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি—এ ধরনের তথ্য মিথ্যা, কারণ যশোরের জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তিসংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি। বরং পরিবারের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগার কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানবিক দিক বিবেচনায় কারা ফটকে মরদেহ দেখানোর ব্যবস্থা করে।
সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর গতকাল (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কেউ কেউ দাবি করেছিলেন, সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলায় মরদেহ কারাগারে এনে দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাটে ৯ মাসের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে গৃহবধূ কানিজ সুর্বনা স্বর্ণালীর বিরুদ্ধে।
১০ ঘণ্টা আগে
ভাইয়ের মৃত্যু, সাড়ে ৫ ঘণ্টার প্যারোলে মুক্ত হাজী সেলিম
বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে যোগ দিতে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাজী সেলিমের প্যারোলে মুক্তি দেয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুব ইসলাম বলেন, সেলিমকে বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে মুক্তি দেয়া হয়। গত ২৩ মে থেকে তিনি সেখানে কারা কর্তৃপক্ষের নজরদারিতে ছিলেন।
হাজী কায়েস (৭২) শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
গত ২২ মে আত্মসমর্পণের পর ঢাকার একটি আদালত হাজী সেলিমকে কারাগারে পাঠায়।
এক রাত কারাগারে থাকার পর পরদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
আরও পড়ুন: চেম্বার আদালতে জামিন পাননি হাজী সেলিম, ১ আগস্ট পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি
দণ্ড বাতিল চেয়ে হাজী সেলিমের আপিল
১৩০৪ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্যারোলে এসে শপথ নিলেন ইউপি চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ায় প্যারোলে এসে শপথ নিলেন মনিরুল ইসলাম নামে এক চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে সদরের তালশহর পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শপথ গ্রহণের জন্য প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ২০ ইউনিয়নের চেয়ারম্যান শপথ নেন। মনির হোসেন কারাগারে থেকেই নির্বাচনে পাশ করেন। গত ৫ জানুয়ারি ওই ইউনিয়নে নির্বাচন হয়। হেফাজতের সহিংসতার মামলায় নির্বাচনের আগে থেকেই জেলে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে সহিংসতার। দুই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও পৌরসভার মেয়র নায়ার কবির।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সহযোগীকে গুলি করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৪৩৮ দিন আগে
খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের আবেদন
বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে তার পরিবারের সদস্যরা।
২১৪৯ দিন আগে
খালেদার মুক্তি নিয়ে কোনো গোপন সমঝোতা হচ্ছে না: সেতুমন্ত্রী
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি নিয়ে গোপনে কিছু হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২১৭০ দিন আগে
খালেদার প্যারোল আদালতের বিষয়: কাদের
বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়া আদালতের বিষয় বলে শুক্রবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২১৭২ দিন আগে