বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে যোগ দিতে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাজী সেলিমের প্যারোলে মুক্তি দেয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুব ইসলাম বলেন, সেলিমকে বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে মুক্তি দেয়া হয়। গত ২৩ মে থেকে তিনি সেখানে কারা কর্তৃপক্ষের নজরদারিতে ছিলেন।
হাজী কায়েস (৭২) শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
গত ২২ মে আত্মসমর্পণের পর ঢাকার একটি আদালত হাজী সেলিমকে কারাগারে পাঠায়।
এক রাত কারাগারে থাকার পর পরদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
আরও পড়ুন: চেম্বার আদালতে জামিন পাননি হাজী সেলিম, ১ আগস্ট পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি