কাঠমান্ডু
নেপালে ভূমিধসে ২ বাস নদীতে ভেসে গিয়ে ৬০ যাত্রী নিখোঁজ
নেপালে ভূমিধসে দুটি বাস নদীতে ভেসে গিয়ে অন্তত ৬০ জন নিখোঁজ রয়েছেন। অবিরাম বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। একারণে মাত্র তিন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে সিমল্টালের কাছে ভূমিধসের পর যাত্রীবাহী বাস দুটি ভেসে যায় নদীতে।
উদ্ধার হওয়া তিনজন চিকিৎসাধীন জানিয়ে সরকারি প্রশাসক খিমা নান্দাদা ভুসাল জানান, তারা বাস থেকে লাফ দিয়ে সাঁতরে পাড়ে উঠেছিলেন। স্থানীয়রা তাদের খুঁজে পেয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
ভুসাল আরও জানান, ভূমিধসের কারণে বেশ কয়েকটি জায়গা থেকে ওই এলাকায় যাতায়াতের পথও বন্ধ হয়ে গেছে।
উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য অতিরিক্ত উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ভেসে যাওয়া দুটি বাসের একটিতে ২৪ জন এবং অন্যটিতে ৪২ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন সরকারি প্রশাসক।
আরও পড়ুন: নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ১৫
পরে শুক্রবার সকালে একই মহাসড়কে ওই ঘটনাস্থলের কিছুটা দূরে ভূমিধসের কবলে পড়ে আরেকটি বাস। এতে চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।
নিখোঁজের ঘটনায় দুঃখ প্রকাশ করে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।
বেশ কয়েকটি সরকারি সংস্থা নিখোঁজদের সন্ধান করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এক পোস্টে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে পোখারা রিসোর্ট শহরের কাছে ভূমিধসে একটি কুঁড়েঘর চাপা পড়ে সাত সদস্যের একটি পরিবারের সবাই মারা যান। আশেপাশের আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
নেপালে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হয়। এ কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ১৯
৫ মাস আগে
নেপালের রাজধানীর নিকটবর্তী জেলায় ৩টি ভূমিকম্প
নেপালের ধাদিং জেলায় রবিবার সকালে ৪ মাত্রার উপরে তিনটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কাঠমান্ডুতেও কম্পন অনুভূত হয়।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের (এনইএমআরসি) লোক বিজয় অধিকারী বলেন, স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
সহকারী প্রধান জেলা কর্মকর্তা হাম নাথ পারাজুলি সিনহুয়াকে বলেন, ভূমিকম্পে ধাদিংয়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনইএমআরসি জানিয়েছে, এ বছর নেপালে ৪ থেকে ৬ দশমিক ৩ মাত্রার মধ্যে মোট ৫৮টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প
আর্জেন্টিনার জুজুই প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প
১ বছর আগে
বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল
নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল মঙ্গলবার সকালে বুকে ব্যথা নিয়ে ফের কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থ ৭৮ বছর বয়সী পাউদেলকে কার্ডিয়াক চেকআপের জন্য কাঠমান্ডুর শহীদ গাঙ্গালাল ন্যাশনাল হার্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রটি এএনআইকে জানিয়েছে, ‘বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এখনও রিপোর্ট আসেনি।’
হাসপাতাল এবং প্রেসিডেন্টের কার্যালয় অবশ্য তার হাসপাতালে ভর্তির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বা তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানায়নি।
আরও পড়ুন: নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল হাসপাতালে ভর্তি
সূত্রটি আরও জানিয়েছে, ‘সকালে প্রেসিডেন্ট বুকে ব্যথার কথা জানান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের ২৫৪ নম্বর ভিআইপি কেবিনের ৬ নম্বর বেডে রাখা হয়েছে।’
মঙ্গলবার হাসপাতালে ভর্তির আগে পাউদেল শনিবার সর্বশেষ তার স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন।
গত এপ্রিল মাসের শুরুতে পাউদেলকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) চিকিৎসার জন্য শ্রী এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়েছিল।
নেপালের প্রেসিডেন্ট দিল্লিতে যাওয়ার আগে চারদিন কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে (টিইউটিএইচ) চিকিৎসা নিয়েছিলেন। চলতি বছরের ৫ এপ্রিল ভর্তি হওয়া রামচন্দ্রকে চার রাত পর ছেড়ে দেওয়া হয়।
গত ১৩ মার্চ নেপালি কংগ্রেসের সিনিয়র নেতা রাম চন্দ্র পাউদেল নেপালের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
আরও পড়ুন: শপথ নিলেন নেপালের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল
নেপালের নতুন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল
১ বছর আগে
নেপালে ফের ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
নেপালের কাঠমান্ডুতে শনিবার সকালে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ইএসই) জানায়, শনিবার সকাল ১১টা ১২ মিনিটে নেপালের কাঠমান্ডু থেকে ২৮ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।
এর আগে ফেব্রুয়ারিতে নেপাল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল।
নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) এক টুইট বার্তায় জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে বাজুরা জেলার বিছিয়ার আশেপাশে ভূমিকম্পটি ঘটে।
আরও পড়ুন: তুরস্কে ফের ৫.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ১
তাজিকিস্তানের কম জনবহুল এলাকায় ৬.৮ মাত্রার ভূমিকম্প
১ বছর আগে
শাহ আমানতে নেপাল এয়ারলাইন্সের জরুরি অবতরণ
কাঠমান্ডু থেকে ব্যাংকক যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় নেপাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ জানান, ফ্লাইট নম্বর ৪০১ উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ ১৫৯ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুন: দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা
পাইলট জরুরি অবতরণের বিষয়ে যোগাযোগ করলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এয়ারলাইন্সটির টেকনিক্যাল টিম উড়োজাহাজটি মেরামত করার পর রাত সাড়ে ১০টার দিকে বিমানটি ব্যাংককের উদ্দেশে রওনা হয়।
উল্লেখ্য, এয়ারলাইন্সটির কোনো ফ্লাইট বাংলাদেশে পরিচালনা করা হয় না। এ ফ্লাইটের কোনো যাত্রী বাংলাদেশি নন বলে জানান বিমানবন্দরের পরিচালক।
আরও পড়ুন: বোমা আতঙ্কে ঢাকায় মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ
বগুড়ায় প্রশিক্ষক বিমানের জরুরি অবতরণ: আইএসপিআর
২ বছর আগে
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে বাংলাদেশের শিরোপা জয়
অবশেষে বাংলাদেশের স্বপ্ন সত্যি হলো, যখন নারী ফুটবল দল সাত জাতির সাফ নারী চ্যাম্পিয়নশিপে নতুন চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে। সোমবার সন্ধ্যায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে (রঙ্গশালা)চারবারের ফাইনালিস্ট এবং স্বাগতিক নেপালকে প্রথমবারের মতো ফাইনালে পরাজিত করে জয়ের রেকর্ড করেছে বাংলাদেশ দল।
টুর্নামেন্টের ষষ্ঠতম সংস্করণে এই প্রথমবার দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ভারত ছাড়া অন্য কোনও দেশ জিতেছে।
ম্যাচের ১৪ মিনিটে উদ্বোধনী গোলটি আসে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা শামসুন্নাহার জুনিয়রের কাছ থেকে। শামসুন্নাহার স্মার্টভাবে ডান দিক থেকে একটি ক্রস পূরণ করতে ফিনিশিংয়ে ফ্লিক করেন।
নেপাল বেশিরভাগই বক্সের বাইরে থেকে লম্বা শট খেলছিল, কিন্তু দুর্দান্ত গোলরক্ষক রূপনা চাকমা প্রতিবারই ফ্রি কিকগুলো ঠেকিয়ে দেয়।
খেলার ৪২তম মিনিটে স্বাগতিকদের বিপক্ষে আরেকটি গোল করেন কৃষ্ণা রানী সরকার। নেপালের গোলরক্ষককে কোনও সুযোগই না দিয়ে একটি অপ্রতিরোধ্য ফিনিশিং এ বল সোজা জালে ঢোকান।
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনাল: নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
নিয়মিত স্ট্রাইকার স্বপ্না চোট নিয়ে মাঠ ছাড়ার পর তার পরিবর্তে মাঠে নামেন শামসুন্নাহার। নেমেই কয়েক মিনিটের মাথায় তিনি গোল করেন।
দ্বিতীয়ার্ধে নেপাল শক্তিশালী অ্যাটাকিং মুড নিয়ে মাঠে নামে। খেলার ৭০তম মিনিটে অনিতা বাসনেত ড্রাইভিং শটে নেপালের পক্ষে প্রথম গোল করে ব্যবধান কমান। এটাই ছিল নেপালের প্রথম ও একমাত্র গোল।
এর মাত্র ৬ মিনিট পরে কৃষ্ণা রানী সরকারের দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশ আবারও ম্যাচের লিড নেয়।
ষষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনাল সহ পাঁচটি ম্যাচ জিতেছে এবং মাত্র একটি ম্যাচে হেরেছে। ছয় ম্যাচ মিলে বাংলাদেশ মোট ২৩টি গোল করেছে।
অন্যদিকে, তাদের আগের তিনটি ম্যাচে টানা জয়ের পর হিমালয়ের দেশ নেপালের জন্য এটাই প্রথম পরাজয়।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।
আরও পড়ুন: ‘সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ জিতে আপনাদের সমর্থনের প্রতিদান দিতে চাই’
সাফ মহিলা চ্যাম্পস: চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সোমবার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
২ বছর আগে
নেপালে ২২ যাত্রী নিয়ে বিমান নিখোঁজ
নেপালের একটি জনপ্রিয় পর্যটন রুটে ২২ যাত্রী নিয়ে একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। রবিবার দেশটির একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে পোখারা থেকে যাত্রা করা তারা এয়ারলাইন্সের বিমানটি ১৫ মিনিটের নির্ধারিত ফ্লাইটে জোমসোমের পাহাড়ি শহরে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের পরপরই বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
পুলিশ কর্মকর্তা রমেশ থাপা বলেন, টুইন অটার বিমানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। তবে অনুসন্ধান চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে চারজন ভারতীয় এবং দুইজন জার্মানসহ ছয়জন বিদেশি ছিল।
গত কয়েকদিন ধরে ওই এলাকায় বৃষ্টি হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
২ বছর আগে
গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদারে নজর ঢাকা-কাঠমান্ডুর
বাংলাদেশ ও নেপাল উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানীতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. নারায়ণ খাদকার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দু’দেশ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে।
বৈঠকের পর সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ইউএনবিকে বলেন, দুই পররাষ্ট্রমন্ত্রী এলডিসি থেকে উত্তরনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অভিন্ন পদ্ধতির সাহায্যে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে বৃহত্তর সহযোগিতা দেখছেন চীনা নেতারা
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংযোগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নেপালের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে পাওয়া অটুট সমর্থনের প্রশংসা করেন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বিপুল সংখ্যক নেপালি শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে নেপালের সহায়তা চেয়েছেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে একে অপরকে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন।
বুধবারের বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে কলম্বোতে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে র্ভাচুয়ালি অনুষ্ঠানে অংশ নেবেন।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন
২ বছর আগে
দূষিত শহরের তালিকায় ঢাকা আবারও শীর্ষে
দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও শীর্ষে উঠে এসেছে। সোমবার সকাল ৯টায় ঢাকা শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৬৭ রেকর্ড করা হয়েছে।
ভারতের দিল্লি এবং নেপালের কাঠমান্ডু যথাক্রমে একিউআই ২৩৮ ও ১৭৬ নিয়ে পরের দুটি স্থান দখল করেছে।
বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে 'খারাপ' বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খারাপ' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিরপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।
পড়ুন: ঢাকার বাতাস এখনও ‘অস্বাস্থ্যকর’
২ বছর আগে
নেপাল ভ্রমণ: শত বছরের তীর্থস্থান ঘুরতে হিমালয়ের দেশে
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর ধরে বিধিনিষেধের বেড়াজালে বন্দি ছিলো আন্তর্জাতিক ফ্লাইটগুলো। বিশ্বজুড়ে লকডাউনের প্রকোপটা ধীরে ধীরে হালকা হওয়ার পর থেকে সেই বিধিমালাতেও আসছে শিথিলতা। সেই সাথে যারা ভ্রমণের মাঝে জীবনের অন্তর্নিহিত অর্থ খুঁজে পান তাদের দীর্ঘশ্বাস ফেলার দিন শেষ হতে যাচ্ছে। যে দেশগুলো নিজেদের সীমান্ত উন্মুক্ত করে দিচ্ছে সেগুলোর মধ্যে হিমালয়ের দেশ নেপালও আছে। শত বছরের পবিত্র স্থাপনায় সমৃদ্ধ দেশটি সারা বিশ্বের পর্যটকদের প্রিয় দেশগুলোর একটি। বাংলাদেশি পর্যটকরা কিভাবে নেপালের বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখবেন- তা নিয়েই আজকের ভ্রমণ বিষয়ক ফিচার।
নেপালের জগদ্বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ
কাঠমান্ডু
নেপালের সাংস্কৃতিক রাজধানী কাঠমান্ডু হল সেই জায়গা যেখানে নেপালের বেশিরভাগ অ্যাডভেঞ্চার শুরু হয়, কারণ এই শহরেই রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। ১০ লাখেরও বেশি মানুষের জনাকীর্ণ মহানগর কাঠমান্ডুর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে দরবার স্কোয়ার যেটি সাম্প্রতিক ভূমিকম্পের কারণে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। স্থাপনাটির অনেকাংশেরই পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। জঙ্গল ঘেরা পাহাড়ের উপর স্বয়ম্ভুনাথের প্রাচীন বৌদ্ধ কমপ্লেক্স থেকে কাঠমান্ডু উপত্যকার অপূর্ব দৃশ্য চোখে পড়ে।
আরও পড়ুন: নাজমুন নাহার: পৃথিবীর ১৫০তম দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশি পরিব্রাজক
৩ বছর আগে