পিস্তল
বরগুনায় পিস্তলসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক
বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন ওরফে লিটু সিকদার ও তার গাড়িচালক সজীবকে অবৈধ বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি সেতু এলাকায় তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, চাচাতো ভাইসহ আটক ৪
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী শহরের বেইলি সেতুসংলগ্ন এলাকায় পুলিশ চেক পোস্ট বসিয়ে সব যানবাহনে তল্লাশি চালায়। এসময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর গাড়িটি তল্লাশিকালে ড্রাইভারের সিটের পাশে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি কাপড় দ্বারা পেঁচানো ছিল৷ এসময় পুলিশ অস্ত্রসহ ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১৯-২৬৫০) জব্দ করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার। খবর পেয়ে ঘটনাস্থলে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বপন সিকদার ঘটনাস্থলে উপস্থিত হন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, নাহিদ মাহমুদ হাসান ও তার ড্রাইভার সজীবকে জিজ্ঞাসাবাদকালে পিস্তলের কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরও বলেন, এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ ও ড্রাইভার সজীবকে আসামি করে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, রিকশাচালক আটক
গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু
৬ মাস আগে
গাজীপুরে আ.লীগের সঙ্গে সংঘর্ষের সময় পিস্তল ঠেকানো বিএনপি কর্মীকে গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পিস্তল বিএনপির সেই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ওই সংঘের্ষের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার তাকে গ্রেপ্তার করল পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আগ্নেয়াস্ত্র রাখার পেছনে উদ্দেশ্য ছিল হামলার আগে ‘মানুষকে আতঙ্কিত করা’।
আইনশৃঙ্খলা বাহিনী জাহিদুল ইসলাম আটক করে তার কাছ থেকে পিস্তলটি উদ্ধার করেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
জানা গেছে, শনিবার গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় জাহিদুলকে পিস্তল ঠেকাতে দেখা গেছে।
এদিকে, শনিবার সিরাজগঞ্জের সদর উপজেলায় চলমান ইউনিয়ন পর্যায়ের পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। সংঘর্ষে ১২টি মোটরসাইকেল ভাংচুর ও তিনটি পুড়িয়ে দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আ.লীগ নেতাকর্মীরা যখন শান্তি সমাবেশের প্রস্তুতি নিয়ে মিটিং করছিল তখন বিএনপির মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
সামাজিক মাধ্যমে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করার জন্য এবং তৃণমূল পর্যায়ে তাদের কর্মীদের এই ধরনের হামলার বিষয়ে নীরব থেকে জাতিসংঘকে ‘বাংলাদেশের উপর চাপ সৃষ্টির’ জন্য বিএনপি-জামায়াত কর্মী এবং মিত্রদের পোস্ট এবং টুইটগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: যুবকের কবজি কেটে নেয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
১ বছর আগে
ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার
ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রবিবার ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলা শহরের কুঠিবাড়ী কমলাপুরের একটি বাড়িতে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: পিস্তল-গুলিসহ কুষ্টিয়ায় ছাত্রদল নেতা আটক
এ সময় নিতীশ রঞ্জন ঘোষ ওরফে নিকো রানা (৩৮) নামে এক ব্যক্তির ঘরের শয়নকক্ষের খাটের নিচে থেকে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিতীশ পালিয়ে গেছে।
নিতীশ জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার নির্মলেন্দু ঘোষের ছেলে। তবে সে কুঠিবাড়ী কমলাপুরের ওই বাড়িতে ভাড়া থাকতেন।
ওসি আরও জানান, নিতীশ অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
নিতীশকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেও বলে জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১
নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি জাকির খান গ্রেপ্তার, বিদেশি পিস্তল জব্দ
২ বছর আগে
নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি জাকির খান গ্রেপ্তার, বিদেশি পিস্তল জব্দ
দুই দশক বিদেশে পালিয়ে থাকা নারায়ণগঞ্জের সাজাপ্রাপ্ত আসামি জাকির খানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করার দাবি করেছে র্যাব-১১। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে নারায়ণগঞ্জে এক সময় শীর্ষ সন্ত্রাসী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচিত নাম ছিল জাকির খান। যার নামে চারটি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি এসকল মামলায় জেল খেটেছেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন। এসময় তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। এক পর্যায়ে দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। এ সময়ে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে জাকির খান দোষী সাব্যস্ত হলে বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করেন।
আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন কারাগারে
র্যাব আরও জানায়, এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে জাকির খান দেশের বাইরে অবস্থান করছিলেন। দীর্ঘদিনের পলাতক এবং সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে র্যাব-১১ এর ধারাবাহিক কার্যক্রমের প্রক্রিয়ায় জাকির খানের বিষয়ে র্যাব-১১ খোঁজ-খবর শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র্যাব-১১ এর নারায়ণগঞ্জের একটি বিশেষ অভিযানে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ জাকিরকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জাকির খানের বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আসামি জাকির খানের ১৭ বছরের সাজা হয়। পরবর্তীতে উচ্চ আদালতে তার সাজা কমে আটবছর হলেও তিনি গ্রেপ্তার এড়াতে দেশ-বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। মূলত ২০০৩ সালে সাব্বির আলম হত্যা মামলায় আসামি হলে তিনি আত্মগোপনে চলে যান।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি দীর্ঘদিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর থেকে পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্বপরিবারে বসবাস করছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার জাকির খানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেএমইএর সহসভাপতি সাব্বির আলম খন্দকার হত্যা মামলার অন্যতম আসামি জাকির খান। ২০০৪ সালের ১১ নভেম্বর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জেলা পুলিশের একটি অনুষ্ঠানে এসে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপরই নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকার সেগুনবাগিচায় তৎকালীন প্রভাবশালী মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বাসভবনে আশ্রয় নেয় জাকির খান। ওই বছরের ২০ ডিসেম্বর মন্ত্রীর সহায়তায় থাইল্যান্ডে পালিয়ে যায় সে।
আরও পড়ুন: রাজধানীতে ইয়াবার প্রথম মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
২ বছর আগে
বেনাপোলে ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগজিন জব্দ, কাউন্সিলর আটক
বেনাপোলের ঝিকরগাছায় দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এসময় পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে (৪৫) আটক করে গোয়েন্দা পুলিশ।
শনিবার ভোরে উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
অভিযুক্ত রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার মৃত আক্তার হোসেনের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার জানান, গত ২৮ মার্চ অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায় বন্দর এলাকায়। বোমা হামলায় আহত হন ২০ জন শ্রমিক। বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বাদি হয়ে ওই থানায়ই তিনটি মামলা করেন। মামলার পরপরই গা ঢাকা দেয় রাশেদ আলী। গতরাতে জেলা গোয়েন্দা পুলিশ গদখালি গ্রামে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক করা হয় রাশেদ আলীকে।
তিনি আরও জানান, কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ ১৩টি মামলা রয়েছে।
ওসি জানান, রাশেদকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ডিবির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাশেদের সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে বোমা হামলায় আহত ২০, বাণিজ্য স্থগিত
শ্রমিককে মারধর, বেনাপোল বন্দরে লোড-আনলোড বন্ধ
দু’দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
২ বছর আগে
সাভারে ৬ ভুয়া র্যাব সদস্য আটক
ঢাকার সাভারে ছয় ভুয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যকে আটক করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে সাভারের কলমা এলাকার সিঅ্যান্ডবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪।
এ সময় তাদের কাছ থেকে নকল পিস্তল, ইউনিফর্ম, আইডি কার্ড ও হাতকড়া উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৪।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সিদ্দিকুর রহমান ওরফে আবু বক্কর সিদ্দিক (৪০), মো. দুলু মিয়া ওরফে দুলাল (৩৫), মো. রাসেল খাঁন (৩২), মো. শাকিল (৩২), মো. রফিকুল ইসলাম হৃদয় (২৭) ও মো. মোবারক হোসেন (৩৭)। তারা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: বাম জোটের হরতাল: খুলনায় মিছিলের প্রস্তুতিকালে আটক ৬
র্যাব জানায়, গত ২৬ মার্চ রাতে সাভারের কলমা এলাকার সিঅ্যান্ডবি রোডের ওপর চেকপোস্ট বসিয়ে র্যাব পরিচয়ে সাত থেকে ১০ জনের একটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে ছয় ভুয়া র্যাব সদস্যকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, দুই সেট ইউনিফর্ম, তিনটি নকল আইডি কার্ড, দুটি জ্যাকেট, একটি হাতকড়া, একটি সিগন্যাল লাইট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১
২ বছর আগে
খাগড়াছড়িতে ইউপিডিএফ’র চিফ কালেক্টর আটক, বিদেশি পিস্তল, বুলেট, ম্যাগাজিন জব্দ
খাগড়াছড়িতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চিফ কালেক্টর স্বপন চাকমাকে (৪০) আটক করা হয়েছে।
পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের সময় বিদেশি পিস্তল, বুলেট ও ম্যাগাজিন জব্দের দাবি করেছে সেনাবাহিনী।
আটক স্বপন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের সাত ভাইয়াপাড়া এলাকার সন্তোষ বিকাশ চাকমার ছেলে।
সেনাবাহিনী জানিয়েছে, ৩০ বীর খাগড়াছড়ি সেনাবাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিবের নেতৃত্বে পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড বুলেট, একটি ম্যাগাজিন, নেশা জাতীয় ওষুধ ও আদায়কৃত চাঁদার ৩৭৫ টাকা উদ্ধার করা হয়।ি
আরও পড়ুন: চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২০
স্বপন চাকমা ২০১৬ সাল থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন) মূল দলের সঙ্গে জড়িত বলে জানান।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই। এ অঞ্চলের মানুষ যাতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে খাগড়াছড়ি সদর সেনা জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধ পরিকর করে মন্তব্য করেন।
অস্ত্রসহ ইউপিডিএফ মূল দলের চিফ কালেক্টর স্বপন চাকমাকে আটক এর সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই আবু হানিফ ও মো. সালেহ উদ্দিন জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: টঙ্গীতে এএসআই স্ত্রীকে হত্যাচেষ্টা, পুলিশ কর্মকর্তা কারাগারে
হেলমেট ও হাতুড়ি বাহিনী বাবরের ছত্রচ্ছায়ায় পরিচালিত হতো: পুলিশ
২ বছর আগে
ডেমরায় গুলিভর্তি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল জব্দ, আটক ১
রাজধানীর ডেমরা থেকে ১০ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ, দুটি মোবাইল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মো. দেলোয়ার হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার র্যাব-১১ সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার মুরাদনগরের মো. শাহ জাহানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি’র ডেমরা থানাধীন ডগাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আসামির কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ, দুটি মোবাইল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
এতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলায় হলেও দীর্ঘদিন যাবৎ সে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
আরও বলা হয়, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সে কৌশলে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও এতে জানানো হয়।
আরও পড়ুন: উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা জব্দ
কুমিল্লায় গ্রেপ্তার ২, ফেন্সিডিল জব্দ
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি মিলন সিংহ (৩৭) ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার (এপিপি) এ্যডভোকেট আন্জুমান আরা বেগম জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারি বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপির কাপিটোলা এলাকা থেকে সাতটি পিস্তল, ৪৭ রাউন্ড গুলি ও ১৪টি ম্যাগজিনসহ মিলন সিংহকে আটক করে র্যাবের একটি দল। এ ঘটনায় ওইদিন র্যাবের উপপরিদর্শক গোলাম সারোয়ার বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মিলন সিংহকে অভিযুক্ত করে ওই বছরের ১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।
আরও পড়ুন: মাটি কেটে ইটভাটায় বিক্রি, ৪ জনের কারাদণ্ড
গরম তেলে ঝলসে বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের কারাদণ্ড
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটকের দাবি করেছে র্যাব। জেলার শিবগঞ্জ উপজেলার শিকারপুর টোঁলবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটক মিঠুন আলী(২৫) ভোলাহা উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার মো.নবীর ছেলে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মোল্লাপাড়া র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শিকারপুর টোঁলবাড়ি এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদালয়ের কাছে অভিযান চালায়। এসময় একটি পিস্তল, একটি ওয়ান সুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী মিঠুন আলীকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
নড়াইলে দেশীয় অস্ত্রসহ আটক ৪
৩ বছর আগে