বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন ওরফে লিটু সিকদার ও তার গাড়িচালক সজীবকে অবৈধ বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি সেতু এলাকায় তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, চাচাতো ভাইসহ আটক ৪
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী শহরের বেইলি সেতুসংলগ্ন এলাকায় পুলিশ চেক পোস্ট বসিয়ে সব যানবাহনে তল্লাশি চালায়। এসময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর গাড়িটি তল্লাশিকালে ড্রাইভারের সিটের পাশে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি কাপড় দ্বারা পেঁচানো ছিল৷ এসময় পুলিশ অস্ত্রসহ ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১৯-২৬৫০) জব্দ করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার। খবর পেয়ে ঘটনাস্থলে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বপন সিকদার ঘটনাস্থলে উপস্থিত হন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, নাহিদ মাহমুদ হাসান ও তার ড্রাইভার সজীবকে জিজ্ঞাসাবাদকালে পিস্তলের কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরও বলেন, এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ ও ড্রাইভার সজীবকে আসামি করে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, রিকশাচালক আটক