জাপানে
জাপানের কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা, উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠকে জাপানের কাছে বাজেট সহায়তার অনুরোধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আর্থিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, জাপান বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অংশীদার, প্রাথমিকভাবে প্রকল্প সহায়তা দিয়ে আসছে।
আরও পড়ুন: আমাদের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও শিক্ষার্থীদের স্থান দিতে হবে: অধ্যাপক ইউনূস
বৈঠক শেষে ড. সালেহউদ্দিন সাংবাদিকদের বলেন, 'এবার আমরা বাজেট সহায়তা চেয়েছি এবং জাপান এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’
অর্থ উপদেষ্টা ২০১৬ সালের হলি আর্টিজান হামলায় জাপানি নাগরিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং দু'দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা স্বীকার করেন।
ড. সালেহউদ্দিন বাংলাদেশে জাপানের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোর অনুরোধও জানান জানান তিনি।
উপদেষ্টার অনুরোধের জবাবে জাপানের রাষ্ট্রদূত নতুন সরকারকে স্বাগত জানিয়ে এর নেতৃত্বের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করা এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং খাতসহ বিভিন্ন সংস্থার সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে: ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
৪ মাস আগে
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ জাপানের, বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন চুক্তির সমালোচনা
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কয়েক ডজন ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করা এবং রাশিয়ান সামরিক-সম্পর্কিত সংস্থাগুলোতে রপ্তানি নিষিদ্ধ করা।
শুক্রবার এই নিষেধাজ্ঞার অনুমোদন করে জাপান।
দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জাপানের নিষেধাজ্ঞা অব্যাহত ও জোরদার করার জন্য গত সপ্তাহে হিরোশিমায় তাদের শীর্ষ সম্মেলনের সময় সম্মত হওয়া গ্রুপ অব সেভেনের বাকি অংশের সঙ্গে এক ধাপ এগিয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের ‘পরিস্থিতির উন্নতি করতে’ অন্যান্য জি-৭ দেশ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জাপান।
মাতসুনো বৃহস্পতিবার রাশিয়া এবং বেলারুশের মধ্যে একটি চুক্তি সইয়ের তীব্র সমালোচনা করেছেন যেটি ‘আরো উত্তেজনা বৃদ্ধি’ হিসাবে তার মিত্র অঞ্চলে মস্কোর কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
মাতসুনো বলেছেন, ‘বিশ্বের একমাত্র দেশ হিসেবে পারমাণবিক হামলার শিকার হয়েছে জাপান। এজন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকি এবং তাদের ব্যবহার একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে করে জাপান।’ ‘জাপানের সরকার রাশিয়া এবং বেলারুশের কাছে এমন পদক্ষেপ বন্ধ করার দাবি করে যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে, কারণ আমরা দৃঢ় উদ্বেগের সঙ্গে উন্নয়ন পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন: রাশিয়ার ৩টি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিল জার্মানি
মাতসুনো বলেছেন, জাপানের অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিষেধাজ্ঞাগুলো তৃতীয় দেশগুলোর নিষেধাজ্ঞাগুলো ফাঁকি দেওয়া রোধ করতে জি-৭ এর লক্ষ্যকে প্রতিফলিত করে এবং রাশিয়ার শিল্প ভিত্তিকে শক্তিশালী করতে সাহায্য করবে এমন সামগ্রী রপ্তানির ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করে।’
পররাষ্ট্র, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের যৌথভাবে জারি করা একটি বিবৃতিতে, নিষেধাজ্ঞা এড়ানো এবং এড়ানোর অভিযোগে সহায়তা করেছিল সেই গুলোসহ ২৪ ব্যক্তি এবং ৭৮টি সংস্থাকে সম্পদ জব্দ করা বিষয়ক তালিকায় যুক্ত করা হয়েছে।
জাপান মেশিনারি প্রস্তুতকারকসহ রাশিয়ার সামরিক-সম্পর্কিত ৮০টি প্রতিষ্ঠানের উপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার জন্য নির্মাণ, প্রকৌশল এবং অন্যান্য পরিষেবার বিধানও নিষিদ্ধ করা হবে।
এশিয়ায় সংঘাতের প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জাপান জি-৭ এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে, যেখানে চীন তার সামরিক উপস্থিতি প্রসারিত করছে এবং স্ব-শাসিত তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ প্রয়োগের জন্য শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত, স্বাক্ষর করলেন পুতিন
১ বছর আগে
জাপানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
যথাযথ মর্যাদায় শনিবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।
৪ বছর আগে
জাপানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
৪ বছর আগে