সুনামগঞ্জে
সুনামগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই খুনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়দল গ্রামের পুরানহাটিতে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত খোরশেদ আলম (৩৮) উপজেলার বড়দল গ্রামের পুরানহাটির সাবেক মেম্বার মৃত কনাই মিয়ার বড় ছেলে।
অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আশ্রাফুল আলম (৩৫)।
আরও পড়ুন: সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধ: ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন, আটক ৫
জানা গেছে, নিহত খোরশেদ আলম নিজ বাড়ির পূর্বপাশে থাকা টিউবওয়েলে পারিবারিক কাজে গেলে তার আপন ছোট ভাই আশ্ররাফুল আলম টিউবওয়েলে আসতে বাধা দেন এবং গালিগালাজ করতে থাকেন। পরে রেগে গিয়ে আশ্ররাফুল আলম টিউবওয়েলের পাশে থাকা পাথর দিয়ে বুকে আঘাত করলে এক পর্যায়ে খোরশেদ আলম মাটিতে লুঠিয়ে পড়েন। তাৎক্ষণিক তার পরিবারের লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইউনুস আলী বলেন, আমি ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে গিয়েছি, এ ঘটনায় আমি নিজেও মর্মাহত হয়েছি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ ইফতেখার হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, হত্যার অভিযোগে নিহত খোরশেদ আলমের আপন ছোট ভাই আশ্ররাফুল আলমকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে ছুরিকাঘাতে প্রবাসী খুন, গ্রেপ্তার ২
নেত্রকোণায় খুনের ১৫ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
১০০৫ দিন আগে
সুনামগঞ্জে সীমান্তে পাহাড়ি ঢলে বালু এসে নষ্ট হচ্ছে কৃষি জমি
সুনামগঞ্জে পাহাড়ি ঢলের আগ্রাসনে কৃষি জমি ও সড়ক পথ বিলীন হওয়া পথে। পাশাপাশি ঢলের সাথে বালু এসে কৃষি জমি নষ্ট হচ্ছে এবং হাওর ও খাল-বিল ভরাট হচ্ছে। আর এভাবেই কৃষকের স্বপ্ন খান খান হচ্ছে বছরের পর বছর।
১৯৫০ দিন আগে
আগাম বন্যার শঙ্কায় সুনামগঞ্জে দ্রুত ধান কাটার পরামর্শ
করোনা আতঙ্কের মধ্যেও সুনামগঞ্জের ধান কাটতে শুরু করেছেন জেলার কৃষকরা। তবে আগাম বন্যার শঙ্কা থাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ধান কাটার নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে জেলার সর্বত্র মাইকিংও করা হচ্ছে।
২০৭৭ দিন আগে
সুনামগঞ্জে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামে মঙ্গলবার রাতে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই যুবকের এলাকা লকডাউন করা হয়েছে।
২০৮৮ দিন আগে
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটায় ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফসলি জমির মাটি বিক্রির হিড়িক পড়েছে। ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরিতে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও ভাটার মালিকরা এর কোন তোয়াক্কাই করছে না।
২১৩৪ দিন আগে