সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই খুনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়দল গ্রামের পুরানহাটিতে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত খোরশেদ আলম (৩৮) উপজেলার বড়দল গ্রামের পুরানহাটির সাবেক মেম্বার মৃত কনাই মিয়ার বড় ছেলে।
অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আশ্রাফুল আলম (৩৫)।
আরও পড়ুন: সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধ: ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন, আটক ৫
জানা গেছে, নিহত খোরশেদ আলম নিজ বাড়ির পূর্বপাশে থাকা টিউবওয়েলে পারিবারিক কাজে গেলে তার আপন ছোট ভাই আশ্ররাফুল আলম টিউবওয়েলে আসতে বাধা দেন এবং গালিগালাজ করতে থাকেন। পরে রেগে গিয়ে আশ্ররাফুল আলম টিউবওয়েলের পাশে থাকা পাথর দিয়ে বুকে আঘাত করলে এক পর্যায়ে খোরশেদ আলম মাটিতে লুঠিয়ে পড়েন। তাৎক্ষণিক তার পরিবারের লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইউনুস আলী বলেন, আমি ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে গিয়েছি, এ ঘটনায় আমি নিজেও মর্মাহত হয়েছি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ ইফতেখার হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, হত্যার অভিযোগে নিহত খোরশেদ আলমের আপন ছোট ভাই আশ্ররাফুল আলমকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে ছুরিকাঘাতে প্রবাসী খুন, গ্রেপ্তার ২
নেত্রকোণায় খুনের ১৫ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার