বাগেরহাটে
বাগেরহাটে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু, আহত ৩০
বাগেরহাটের চিতলমারীতে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিকের এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।
স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ওই নারীর নাম অনিতা বিশ্বাস (৫০)। তিনি ওই সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিকের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কুড়াল তলা গ্রামে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেইন রোডে মাইশা প্লাজা নামে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনে এই ঘটনা ঘটে।
এ সময় মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে কয়েকটি ব্যাংক, বীমা, সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিক, দোকান এবং শোরুম রয়েছে।
আরও পড়ুন: নাজিম উদ্দিন রোডের ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ১৮
পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ভবন থেকে মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে। আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। দুপর ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়, চিতলমারী উপজেলার প্রাণকেন্দ্র মেইনরোডে মাইশা প্লাজা। পাঁচতলা বিশিষ্ট এই প্লাজায় বেশ কয়েকটি ব্যাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, বীমা কোম্পানি, সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিক, দোকান-শোরুম রয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা প্লাজা থেকে ধোঁয়া উড়তে দেখতে পায় তারা। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। এসময় প্লাজায় থাকা নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ভবনের বিভিন্ন তলায় বেশ কিছু মানুষ আটকা পড়েছিল। ধীরে ধীরে তাদের উদ্ধার করা হয়। এর মধ্যে ধোঁয়ার কারণে নারী, শিশুসহ বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, মাইশা প্লাজা নামে পাঁচতলা বিশিষ্ট ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে কয়েকটি ব্যাংক, বীমা, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এবং দোকান-শোরুম রয়েছে। ভবনের বিভিন্ন তলায় থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েন। ভবন থেকে মধ্যে বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারী সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিকের কর্মকর্তা ছিলেন।
বাগেরহাট ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে বাগেরহাট, খুলনা, চিতলমারী, মোল্লাহাট এবং টুঙ্গিপাড়ার আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে বেলা ১২টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, পাঁচতলা বিশিষ্ট ওই বাণিজ্যিক ভবনটির বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পর তারা ভবনের মধ্যে তল্লাশি চালাচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
আরও পড়ুন: আগুনে পুড়ল ১৭ কৃষকের ২৫ বিঘা পাকা গমের খেত
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানান, আগুনে বাণিজ্যিক ওই ভবনে থাকা সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিকে কর্মরত এক নারীর মৃত্যু হয়েছে। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া ২১ জনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাঁচতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় কয়েকটি ব্যাংকের শাখা রয়েছে। তবে আগুনে ওই সব ব্যাংকের কোনো ক্ষতি হয়নি। ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীদের সহযোগীতায় দ্রুত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
২৪ দিন আগে
আশ্রয়ণ: বাগেরহাটে শেফালীসহ ৪৫ পরিবারের স্বপ্ন পুরণ করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ৪০ বছরের সংসার জীবনে শেফালী দাসের বসতঘর কমপক্ষে ২০ বার গুড়িয়ে দেয়া হয়েছে অথবা ভাঙা পড়েছে। রাস্তার পাশে আবার কখনো বা নদীর চরে বা অন্যের জমিতে ঝুপড়ি ঘর বেঁধে বসতি গড়ে ওই নারী। স্বামী আর তিন মেয়েকে নিয়ে এইভাবে সংসার চলছিল ৬০ বছর বয়সী ভূমিহীন শেফালী দাসের।
নিজেরা স্থায়ীভাবে একটি ঘর তৈরি করে বসবাস করবে এমন স্বপ্ন দেখেছিল ওই পরিবারটি। বাগেরহাটের রামপালের গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে শেফালী দাসকে জমিসহ ঘর দিয়ে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন ঘরের খুঁশিতে আত্মহারা শেফালী দাস আনন্দ অশ্রু ঝড়ালেন। এখন তিনি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন। মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ের ২য় ধাপে গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে ৪৫টি পরিবার জমিসহ গৃহ পাচ্ছেন।
শুধু শেফালী দাস নয়, গৌরম্ভা আশ্রয়ণ প্রকেল্পর বাসিন্দা বিউটি সরকার, তাসলিমা বেগম, সাবেরা বেগম, ফুলজান বেগম, আফরোজা বেগম, ইব্রাহিম হাওলাদার এবং ইউনুছ তালুকদারসহ সবার জীবনের গল্প প্রায় একই রকম। ভূমিহীন ওই সব পরিবারগুলোর নদীর চরে, কখনো অন্যের জমিতে ঝুঁপড়ি ঘরে তাদের জীবন চলছিল। সবার স্বপ্ন ছিল একখন্ড জমিতে তাদের নিজেদের ঘর হবে। কিন্তু ভূমিহীন ওই সব পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা ছিল না। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও গৃহ পেয়ে এসব ভূমিহীনদের স্বপ্ন পুরণ হচ্ছে।
পড়ুন: স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনা
১০১৬ দিন আগে
বাগেরহাটে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ
বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে নির্যাতনের শিকার হয়ে হত্যা মামলার এক আসামির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। তবে, পিবিআইয়ের দাবি শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা যান।
১৬৭৫ দিন আগে
বাগেরহাটে করোনায় মসজিদের ইমামের মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ১৩ জনের মৃত্যু হলো।
১৭৩৬ দিন আগে
বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮
ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
১৮৭৩ দিন আগে
করোনাভাইরাসের প্রভাবে বাগেরহাটে কাঁকড়া শিল্পে ধস
চীনে করোনাভাইরাসের প্রভাবে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাগেরহাটের কাঁকড়া শিল্পে ধস নেমেছে। দীর্ঘদিন ধরে ঘেরে থাকার কারণে কাঁকড়াগুলো মরে যাচ্ছে। বিশেষ করে ডিমওয়ালা মা কাঁকড়া বেশি মারা পড়ছে। ইতোমধ্যে বিভিন্ন ঘেরের ৭০ শতাংশ কাঁকড়া মারা গেছে।
১৮৯৪ দিন আগে