বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ১৩ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আব্দুল গণি (৩২) ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর কচুয়া গ্রামের আব্দুস সালামের ছেলে ও উপজেলার বল্লভপুর মসজিদের ইমাম।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ইমাম আব্দুল গণি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রবিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিন তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরের দিন তার করোনাভাইরাস শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল গণি মারা যান।
এনিয়ে শুধু ফকিরহাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন বলে তিনি জানান।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার নতুন করে বাগেরহাটে আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৫৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪১৪ জন।