দেশীয় অস্ত্র
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র জব্দ, ৪ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র জব্দসহ চার যুবককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫
গ্রেপ্তার চার যুবক হলেন- রিপন মিয়া (২২), মোহাম্মদ আমির হোসেন (২০), মোহাম্মদ হৃদয় (১৮) ও আকাশ মিয়া (১৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি মোবাইল ফোন ও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার চার যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোজাফফর।
আরও পড়ুন: আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক গ্রেপ্তার
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৩ জন গ্রেপ্তার
২ মাস আগে
মেহেরপুরে ২৭ দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ-যুবলীগের ২ নেতা আটক
মেহেরপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে যৌথবাহিনীর একটি টিম চরগোয়ালগ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের শহিদুল ইসলামের ছেলে ইউনিয়ন যুবলীগের নেতা রাজন আলী (২৯) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে আওয়ামী লীগের স্থানীয় নেতা রাকিবুল ইসলাম (৩৫)।
এসময় তাদের কাছ থেকে ৮ রাউন্ড গুলি, ১৬ টি ছোট বড় হাসুয়া, একটি কুড়াল, ১টি চাপাতি, ১টি দা, ছুরি ৩টি, রড ৪টি ও আঁকড়া ১ টিসহ মোট ২৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
২৭ রেজিমেন্ট আর্টিলারীর মেহেরপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাবিল আহমেদের নেতৃত্বে যৌথবাহিনী চরগোয়ালগ্রামের নদীর ধার থেকে রাকিবুল ইসলাম ও রাজনকে আটক করেন।
পরে তাদের স্বীকারোক্তিতে একই গ্রামের সবকুল আলীর জামাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে ৮ রাউন্ড গুলি ও ২৭ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ওই বাড়ির মালিকক পালিয়ে গেছেন।
গাংনী থানা পুলিশ সূত্র জানিয়েছে, যুবলীগ নেতা রাজন ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে এলাকায় চুরি ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন। দুজনেই একাধিকবার জেল খেটেছে।
মেহেরপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাবিল আহমেদ তাদের আটকের তথ্য নিশ্চিত করেছেন।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা মনোজ কুমার নন্দী জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
২ মাস আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে ২ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের তিনটি কক্ষ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র দুই শতাধিক জিআই পাইপ, ১৩টি রড, দু’টি দা উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। শনিবার (৩ জুন) বিকালে হলের আবাসিক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার বিকালে হলটির ২০০৬, ৩০০৫ এবং ৫০০৯ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করেন প্রভোস্ট আবু জাফর মিয়া। বিষয়টি তিনি ওই দিন রাত ১০টার দিকে নিশ্চিত করেছেন। এদিকে এই ঘটনার পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করেছে।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ৪ অক্টোবর
হলের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কক্ষগুলোতে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জুসহ তাদের অনুসারীরা অবস্থান করে থাকেন। অভিযানকালে কক্ষগুলো থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
হলের আবাসিক শিক্ষার্থী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুম্মান ইসলাম জানান, হলের কয়েকজন শিক্ষার্থী নাভিদ, মঞ্জু এবং আরও কয়েকজনকে শুক্রবার গভীর রাতে হলে অস্ত্র ঢুকাতে দেখে। পরে শনিবার দুপুরে শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে ২০০৬ নম্বর কক্ষে তালা লাগিয়ে প্রভোস্টকে খবর দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি টের পেয়ে কক্ষটিতে অবস্থান করা শিক্ষার্থীরা জানালা দিয়ে দুইটি দা নিচে ফেলে দেয়। পরে প্রভোস্ট এসে তালা খুলে এই কক্ষ থেকে দুই বস্তাবন্দী ২৫টি জিআই পাইপ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও তিনজন আবাসিক শিক্ষার্থী জানান, ২০০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করার পর ৩০০৫ এবং ৫০০৯ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেই কক্ষ দুইটি থেকে দেড় শতাধিক জিআই পাইপ, বেশকিছু রড উদ্ধার করা হয়। এসব কক্ষগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাভিদ এবং মঞ্জু নিয়ন্ত্রণ করতো।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
সন্ধ্যায় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী ইরাজ রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অভিযান পরিচালনা করার জন্য দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে বলা হচ্ছে। কিন্তু তারা নানাভাবে গড়িমসি করেছে। আমরা চাই বিশ্বিবদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।
এ ব্যাপারে হল প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, বিকালে একটি কক্ষ তালা দেবার খবর পেয়ে দ্রুত আমি হলে যাই এবং শিক্ষার্থীদের সামনে ২০০৬ নম্বর কক্ষে প্রবেশ করি। সেখান থেকে ২৫ টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। কক্ষটিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিদ মনজু, তাহমিদ জামান নাভিদ থাকে৷
তিনি আরও বলেন, এরপর আরও দুটি কক্ষে অভিযান চালিয়ে কিছু রড, দা ও জিআই পাইপ পাওয়া গেছে। দাগুলো আগে আনা ছিল হয়তো।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনার পর কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি
১ বছর আগে
ফরিদপুরে চাচার দেশীয় অস্ত্রের আঘাতে ভাতিজার মৃত্যু
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাচার দেশীয় অস্ত্রের আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুর রহমান (৪৩) ঈশ্বরদী গ্রামের মৃত আলাউদ্দিন কারিকরের ছেলে। তিনি ঢাকায় একটি মেসে রান্নার কাজ করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে দক্ষিণ সুনামগঞ্জে চাচা-ভাতিজার মৃত্যু
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, সুন্নতের খাতনা অনুষ্ঠানের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মো. সিরাজুর রহমানের (চাচা) সঙ্গে ভাতিজা ওবায়দুরের কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, এ সময় চাচার দেশীয় অস্ত্রের আঘাতে ভাতিজা ওবায়দুর গুরুতর আহত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর থেকেই চাচা পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, আমরা অপরাধীকে ধরার চেষ্টা করছি।
আরও পড়ুন: চাঁদপুরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ!
বান্দরবানে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
১ বছর আগে
দিনাজপুরে দেড় কেজি হেরোইন ও দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩
দিনাজপুরের বিরলে দেড় কেজি হেরোইন এবং দেশীয় অস্ত্র জব্দ করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার উপজেলার দামাইল ঝলঝলি পাড়া গ্রামে অভিযান চালান র্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফাহিমুর রহমান ফান্টু (২০) এবং তার দুই ভায়েস্তা খানসামা উপজেলার রামনগর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)। তবে মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে। ফান্টু ফাতেমার ছেলে।
আরও পড়ুন: আরাভ খান এখনও গ্রেপ্তার হননি: শাহরিয়ার আলম
অভিযানের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানিয়েছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান।
তিনি জানান, বিরল উপজেলার দামাইল ঝলঝলি পাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী ফাতেমা বেগমের বাড়িতে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় তারা। এ সময় বাড়ির আঙ্গিনার মাটি খুঁড়ে প্রায় চার কোটি টাকা মূল্যের এক কেজি ৫০৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়াও দেশীয় অস্ত্র বাটসহ তিন ফুট লম্বা তিনটি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন যে মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
তাদের বিরুদ্ধে বিরল থানায় মাদক আইনে একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলার করেছে র্যাব।
আরও পড়ুন: ময়মনসিংহে শিশু ও তরুণীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
১ বছর আগে
কুষ্টিয়ার সেই পুরুষ শূন্য গ্রাম থেকে ৩৫টি দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২
কুষ্টিয়ার সেই পুরুষ শূন্য গ্রাম থেকে ঢাল, হাঁসুয়া, বল্লমসহ মোট ৩৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কুমারখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ড বাটিকামারা এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন (২৫) ও নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চুড়াইকোল এলাকার নজরুল ইসলামের ছেলে গালিব আশরাফ ওরফে সেতু (৩০)।
আরও পড়ুন:পিস্তল-গুলিসহ কুষ্টিয়ায় ছাত্রদল নেতা আটক
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুরুষ শূন্য চরপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৩৫টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা অস্ত্রগুলো আগের মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের অজ্ঞাতনামা আসামি হিসেবে শনাক্তপূর্বক গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সাল থেকে চরপাড়ায় আধিপত্য বিস্তার শুরু হয়। এক পক্ষের নেতৃত্ব দেন দুলাল মিস্ত্রি। অপর পক্ষের নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য আনসার আলী। ২০২০ সালের ৬ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মিস্ত্রির সমর্থক হুমায়ুন মন্ডলকে (৪৪) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় ৩৬ জনের নামের একটি মামলা করেছিলেন। মামলা নম্বর ৯।
এরপর গত সোমবার বদলা নিতে হুমায়ুন হত্যা মামলার ৪ নং আসামি সেলিমকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ হত্যাকাণ্ডে নিহতের ভাই শাহীন আলী থানায় ২৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ২।
জানা গেছে, হত্যা পাল্টা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ হামলা ও মামলার শিকার হয়েছেন। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি-ঘরেই ভাংচুরের ক্ষত চিহৃ রয়েছে।
বর্তমানে গ্রামটি বলা চলে এক প্রকার পুরুষ শূন্য।
আরও পড়ুন:কুষ্টিয়ায় ট্রেনে ঢিল ছুঁড়ে যুবক কারাগারে
কুষ্টিয়ায় বয়লার মেশিন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
২ বছর আগে
চবিতে মাটি খুঁড়তেই বেরিয়ে এল দেশীয় অস্ত্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে মাটি খুঁড়ে অন্তত অর্ধশত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে ক্যাম্পাসের এফ রহমান হল এবং আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করতে গিয়ে মাটির নিচে এই অস্ত্রগুলো দেখতে পান। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাতে হাটহাজারী থানা পুলিশ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ইভটিজিংয়ের শিকার চবি ছাত্রী, ৩ বহিরাগত আটক
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল বডিকে নিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০টি দা, কিরিচ উদ্ধার করি। সবগুলো অস্ত্র মরিচা ধরা। এগুলো পুরোনো অস্ত্র হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি। এরপর হাটহাজারি থানা পুলিশের কাছে তা হস্তান্তর করেছি। এগুলো বহু বছরের পুরোনো হওয়ায় বিস্তারিত তেমন কিছু বলা যাচ্ছে না কে বা কারা এগুলো এখানে মাটি চাপা দিয়ে রেখেছিল।
আরও পড়ুন: ঈদের ছুটিতে ২৪ দিনের জন্য বন্ধ হচ্ছে চবি
২ বছর আগে
বগুড়ায় গ্রেপ্তার ৪, দেশীয় অস্ত্র জব্দ
বগুড়া শহরে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত ৯টায় শহরের জামিলনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাব-১২।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- শহরের উত্তর চেলোপাড়া এলাকার মৃত নরেন্দ্র চন্দ্রের ছেলে মানিক চন্দ্র সরকার (৩৫), আব্দুস সামাদ শেখের ছেলে রাখাল শেখ (২৭), মৃত সিরাজের ছেলে মো. সাগর (৩৫) এবং মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত তারা শেখের ছেলে আজিম শেখ (৪০)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামিলনগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে একটি হাসুয়া, দুটি চাকু, একটি রশি এবং মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মোবাইলে মেসেজে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ২
খুলনায় ভুয়া সেনা সদস্য আটক
রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ, আটক ১
৩ বছর আগে
আ’লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
পাবনার ফরিদপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি স্টিলের বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক হেলাল তালুকদারের বাড়িতে এই অভিযান চালায় পুলিশের একটি দল।
অভিযানের পর থেকে ওই আওয়ামী লীগ নেতাসহ তার সহযোগীরা পলাতক রয়েছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আক্কেল তালুকদার ছেলে হেলাল তালুকদার (৪০) বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল তালুকদার ও তার সহযোগীরা নৌকাযোগে পালিয়ে যায়। পরে পুলিশ তার সেমি পাকা টিনশেড বৈঠক ঘরে তল্লাশি চালিয়ে ৯৫টি স্টিলের পাইপ দিয়ে তৈরি বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেইসাথে পলাতক হেলাল তালুকদারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি মাসুদ রানা।
এ বিষয়ে ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর বলেন, হেলাল তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তার বাড়ি থেকে দেশী অস্ত্র উদ্ধারের ঘটনা শুনেছি। তার বিষয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন: অস্ত্র মামলায় গোল্ডেন মনিরের বিচার শুরু
বোরহানউদ্দিনে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩
৩ বছর আগে
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ এর ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-২।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-২।
আরও পড়ুন: গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
গ্রেপ্তাররা হলেন মো. সাগর (১৩), মো. সরফরাজ আহমেদ রিমন (১৭), মো. রায়হান (১৭), মো. পলাশ হোসেন (৩২), মো. মুন্না(১৫), মো. রাসেল (১৬), মো. উজ্জল হোসেন (১৪), শাকিল হাওলাদার (১৮), মো. মুরাদ হোসেন (২০), মো. মামুন খান (১৮), রিফাদ হোসেন (১৮), মো. রায়হান (১৮), হাসান শেখ (১৯), মো. হাসনাইন (১৯), মো. নাসির উদ্দিন আলবানী (১৯) ও জয় চন্দ্র ঘোষ(১৯)।
সংবাদ সম্মেলনে বলা হয়, র্যাব-২ এর আভিযানিক দল রবিবার রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং এর ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ এর ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ‘কিশোর গ্যাং’ এর সদস্যদের হামলায় কিশোর নিহত
এসময় তাদের কাছ থেকে ১১টি ছুরি, একটি চাপাতি, তিনটি হোল্ডিং চাকু ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সাথে সংঘর্ষে যুবক খুন: আটক ২৪
র্যাব-২ গত এক মাসে তালিকাভুক্ত ১১টি কিশোর গ্যাং গ্রুপের মোট ৬২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
৩ বছর আগে