নড়াইলে যৌথবাহিনীর অভিযানে ১৩ মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতটি দেশীয় অস্ত্র (রামদা), দশটি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৫টা ২৫ মিনিটে জেলার কালিয়া থানার চাচুড়ি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা পুরুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সবুজ মোল্ল্যা কালিয়া থানার আওয়ামী লীগের পলাতক এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী ও ১৩টি মামলার এজহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্যে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ৫টা ২৫ পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে দাড়িয়াঘাটা-পুরুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ
এ সময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট জব্দ করে যৌথবাহিনী।
পুলিশ সূত্রে আরও জানা যায়, সবুজ মোল্ল্যা বিভিন্ন সময় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
তাছাড়া, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর সবুজ মোল্ল্যা রাতারাতি নিজের রূপ পাল্টিয়ে বিএনপির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন বলে জানা যায়। বর্তমানে তিনি বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সবুজ মোল্ল্যা ও জব্দ করা অস্ত্র-সামগ্রী ডিবি হেফাজতে রয়েছে বলে জানিয়েছে নড়াইল ডিবি পুলিশ।