রোহিঙ্গা আটক
কক্সবাজারে ৬ কোটি ৪০ লাখ টাকার মাদকসহ দুই রোহিঙ্গা আটক
কক্সবাজারে টেকনাফ থেকে বৃহস্পতিবার ছয় কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১ কেজি চার গ্রাম ক্রিস্টাল মেথ ও ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও কক্সবাজারের জাদিমোড়া ক্যাম্পের ফারুক আহমেদের ছেলে সৈয়দ সালাম (৩৮)।
আরও পড়ুন: গাজীপুরে আটক ২, ফেনসিডিল জব্দ
বিজিবি-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল নাফ নদীর তীরে জালিয়ারদ্বীপে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করে।
আরও পড়ুন: বরিশালে রেনু পোনা উদ্ধার, আটক ২৭
এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করেছে বিজিবি।
খালিদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার উখিয়া স্টেশনে অভিযান চালিয়ে এই রোহিঙ্গাদের আটকের পর ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করেছে পুলিশ।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কে সেনাবাহিনী চেকপোস্টগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে সারাদেশে ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও অনেক রোহিঙ্গা নারী-পুরুষ সাগর পথে মালয়েশিয়া চলে যাচ্ছে। দ্রুত চেকপোস্টগুলো চালু করা না হলে রোহিঙ্গারা সারাদেশে ছড়িয়ে পড়বে।
আরও পড়ুন: বাগেরহাটে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গা আটক
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, উখিয়া স্টেশনের আশেপাশে অভিযান চালিয়ে ক্যাম্প থেকে অন্যত্র চলে যাওয়ার সময় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে ক্যাম্প ইনচার্জের মাধ্যমে এসব রোহিঙ্গাদের কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে
আরও পড়ুন: কক্সবাজারে মালয়েশিয়াগামী ৩৬ রোহিঙ্গা আটক
উল্লেখ্য, গত ২১ মার্চ কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ১০০ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এর চার দিন পর গত ২৫ মার্চ ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় টেকনাফের বাহারছড়া উপকূল থেকে ৫৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ শিশুকে আটক করা হয়। তারা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশকে স্বীকারোক্তি দেয়।
২ বছর আগে
উখিয়ায় ৬ লাখ ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ছয় লাখ পিস ইয়াবা জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশ্যান ব্যাটালিয়ন (র্যাব-১৫)৷
উপজেলার বালুখালী উখিয়ার ঘাট এলাকায় শুক্রবার দিবাগত পৌনে ১টার দিকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাহাত আমিন (১৮) বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ৯’র সি-১৫ ব্লকের মো. কালুর ছেলে।
আরও পড়ুন: শিশু গৃহকর্মীকে নির্যাতন, গৃহকর্তী আটক
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল বালুখালী বিশেষ নজরদারি শুরু করে। রাত পৌনে ১টার দিকে একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি বস্তা পাচার করার জন্য প্রচেষ্টা চালায়। এসময় র্যাবের দল বালুখালী উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার সময় একজন আটক করে র্যাব। পরে মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পাবনায় নারীকে কুপিয়ে হত্যা, আটক ১
আটকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
২ বছর আগে
ভারতে পাচারকালে জকিগঞ্জ সীমান্তে রোহিঙ্গা ভাই-বোন আটক
ভারতে পাচারকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ভুইয়ারবাজার এলাকা থেকে রোহিঙ্গা ভাই-বোনকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে
বাগেরহাটে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গা আটক
বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজার থেকে বুধবার রাতে নারী-শিশুসহ দুই পরিবারের ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে
কক্সবাজারে মালয়েশিয়াগামী ৩৬ রোহিঙ্গা আটক
মহেশখালী ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩৬ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা ও এক দালালকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে