কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ছয় লাখ পিস ইয়াবা জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশ্যান ব্যাটালিয়ন (র্যাব-১৫)৷
উপজেলার বালুখালী উখিয়ার ঘাট এলাকায় শুক্রবার দিবাগত পৌনে ১টার দিকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাহাত আমিন (১৮) বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ৯’র সি-১৫ ব্লকের মো. কালুর ছেলে।
আরও পড়ুন: শিশু গৃহকর্মীকে নির্যাতন, গৃহকর্তী আটক
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল বালুখালী বিশেষ নজরদারি শুরু করে। রাত পৌনে ১টার দিকে একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি বস্তা পাচার করার জন্য প্রচেষ্টা চালায়। এসময় র্যাবের দল বালুখালী উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার সময় একজন আটক করে র্যাব। পরে মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পাবনায় নারীকে কুপিয়ে হত্যা, আটক ১
আটকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।