দাউদকান্দি
কুমিল্লায় সড়ক পার হওয়ার সময় ফুফু-ভাতিজি নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শব্দলপুর এলাকায় সড়ক পারাপারের সময় ফুফু-ভাতিজি নিহত হয়েছেন।
বুধবার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাউরা এলাকার আয়াত আলীর মেয়ে নাছিমা বেগম (৫০) ও তার ফুফু মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকার মনোয়ারা বেগম (৮০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
আরও পড়ুন: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের শব্দলপুর এলাকা দিয়ে তারা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই আব্দুর রহিম বলেন, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
১ বছর আগে
দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৩, আহত ১০
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসাচাপায় অটোরিকশার যাত্রী তিন নারী নিহত হয়েছে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়লে বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলো- দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা, একই গ্রামের আহাদ মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার এবং একই উপজেলার পেন্নাই গ্রামের রুশিয়া বেগম।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্র্শক (এসআই) মহসিন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কে কে পরিবহনের যাত্রীবাহী একটি বাস জিংলাতলীতে একটি অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা তিনজন নারী ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরও বলেন, খাদে পড়া বাসটির কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে এবং নিহতদের লাশ উদ্ধার করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় চা বিক্রেতা নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, অহত ৬
১ বছর আগে
দাউদকান্দিতে স্কুলে পরীক্ষা দেওয়ার সময় ‘তীব্র গরমে’ ২০ শিক্ষার্থী অসুস্থ
কুমিল্লার দাউদকান্দিতে প্রচণ্ড গরমে স্কুলে পরীক্ষা দেওয়ার সময় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৭ জুন) উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: বিজয় দিবসের বাসি খিচুড়ি খেয়ে মাদরাসার কয়েক শিক্ষার্থী অসুস্থ
তিনি জানান, বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। এ সময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, একজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে অন্যান্যরাও ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার হাবিবা আক্তার নামে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্কুলে ক্লাস চলাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায় নি।
স্থানীয়দের ধারণা, হাবিবা হিটস্ট্রোক করে বা গরমে অসুস্থ হয়ে মারা গেছে।
আরও পড়ুন: ঢাকা সিটি নির্বাচন: ঢাবির আরও ৫ শিক্ষার্থী অসুস্থ
নির্বাচন পেছানোর দাবিতে অনশনে থাকা ঢাবির ১০ শিক্ষার্থী অসুস্থ
১ বছর আগে
কুমিল্লায় ট্রলার ডুবিতে নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু
কুমিল্লায় ট্রলার ডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৬০), তার নাতনি আয়েশা আক্তার (১৫) ও মরিয়ম আক্তার (৭)। নিখোঁজ রয়েছে আরেক নাতনি তামান্না আক্তার (৫)।
আরও পড়ুন: লঞ্চে আগুন: দুই চালক কারাগারে
ঘটনার প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন বলেন, সোমবার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তিতাসের দুধঘাটা দরিয়াকান্দির উদ্দেশ্যে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার যাত্রা করে। ট্রলারটি মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীর পুরোনো বাটেরা এলাকায় পৌঁছালে কচুরিপানার কারণে গতি কমে যায়। এ সময় চালক এটির গতি বাড়িয়ে চালিয়ে নেয়ার চেষ্টা করেন। তখন কিছুর সঙ্গে লেগে ট্রলারটির তলা ফুটো হয়ে যায়।
তিনি আরও জানান, নিখোঁজ ও নিহতরা সবাই ঢাকার ডেমরা এলাকায় বসবাস করে। স্বজনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দু’জন কন্যা শিশু এবং একজন নারী। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিশুকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্রলারটিতে মোট ১১ জন ছিলেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে দাউদকান্দির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ট্রলার ডুবিতে তিনজন মারা গেছেন। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: যমজ মেয়ের পর এবার ভেসে এলো মায়ের লাশ!
২ বছর আগে
কুমিল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার খুনের ঘটনায় নিহতের ভগ্নিপতি ইব্রাহিম খলিল বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সোমবার মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
নিহত বিল্লাল হোসেন শরীয়তপুরের সখিপুর উপজেলার আজিজবালারকান্দি গ্রামের ইয়াসিন মাহমুদের ছেলে। তিনি স্যামসাং কোম্পানিতে চাকরি করতেন।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, গ্রেপ্তার ২
মামলার বাদী ইব্রাহিম খলিল, নিহতের চাচা আক্তার উজ্জামান ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকালে বিল্লাল নিজ বাড়ি থেকে তার মোটর সাইকেলে করে ভগ্নিপতি ইব্রাহিম খলিল ও খালাতো ভাই ইলিয়াস হোসেনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তারা ফেরি দিয়ে প্রথমে চাঁদপুর আসে। এরপর চাঁদপুরের মতলব হয়ে দাউদকান্দির টোলপ্লাজায় পৌঁছায়। সেখানে পুলিশি ঝামেলা এড়াতে ইব্রাহিম ও ইলিয়াস মোটরসাইকেল থেকে নেমে হেঁটে টোলপ্লাজা পার হচ্ছিল। রাত সাড়ে ৯টায় বিল্লাল টোল প্লাজা থেকে ১শ’ গজ সামনে গেলে ৭/৮ জন ছিনতাইকারী বিল্লালকে আক্রমণ করে। এসময় ভগ্নিপতি ইব্রাহিম ও খালাতো ভাই ইলিয়াস এসে তাদের বাঁধা দিলে ছিনতাইকারীদের একজন বিল্লালের বুকে ছরিকাঘাত করে পালিয়ে যায়। এতে বিল্লাল ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় নিহতের ভগ্নিপতি ইব্রাহিম বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।
৩ বছর আগে
মতিন সৈকতের পাগলামিতে প্রাণ ফিরে আসছে কালাডুমুর নদে
দাউদকান্দি উপজেলায় পরিবেশ সংগঠক মতিন সৈকতের পাগলামির সুফল হিসেবে সেচ সুবিধার জন্য কালাডুমুর নদের পুনঃখননের কাজ শুরু হয়েছে।
৩ বছর আগে
কুমিল্লায় সড়কে প্রাণ গেল ২ জনের
জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুপুরে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
৩ বছর আগে
কুমিল্লায় বাস উল্টে পথচারী নিহত
জেলার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক পথচারীসহ বেশ কয়েকজন বাসযাত্রী।
৪ বছর আগে
কুমিল্লায় ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি ছান্দ্রা এলাকায় বৃহস্পতিবার ট্রাক চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪৩) নিহত হয়েছেন।
৪ বছর আগে
কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
৪ বছর আগে