কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসাচাপায় অটোরিকশার যাত্রী তিন নারী নিহত হয়েছে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়লে বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলো- দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা, একই গ্রামের আহাদ মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার এবং একই উপজেলার পেন্নাই গ্রামের রুশিয়া বেগম।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্র্শক (এসআই) মহসিন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কে কে পরিবহনের যাত্রীবাহী একটি বাস জিংলাতলীতে একটি অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা তিনজন নারী ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরও বলেন, খাদে পড়া বাসটির কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে এবং নিহতদের লাশ উদ্ধার করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় চা বিক্রেতা নিহত