মুগদা
মুগদায় দ্বিতীয় দিনের মতো ডিএসসিসির উচ্ছেদ অভিযান
মুগদায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২২ এপ্রিল) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: খুলনায় আইসক্রিম-সেমাই কারখানায় অভিযান, ২ কারখানাকে জরিমানা
ড্যাপে চিহ্নিত নকশা অনুযায়ী মুগদার প্রধান সড়ক বিশ্বরোড থেকে শুরু করে মান্ডার হায়দর আলী বিদ্যালয় পর্যন্ত সড়ককে ৫০ ফুটে উন্নীত করতে ডিএসসিসি ও রাজউকের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রবিবার থেকে শুরু হওয়া এই অভিযান সোমবারও পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মুগদার প্রধান সড়ক বিশ্বরোড থেকে হায়দার আলী বিদ্যালয় পর্যন্ত বিদ্যমান সড়ককে ড্যাপের নকশা অনুযায়ী ৫০ ফুট প্রশস্ত করার লক্ষ্যে সড়কের উভয় পাশের স্থাপনাগুলো চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে ভবন মালিকদের নোটিশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মনিরুজ্জামান বলেন, আমরা স্থাপনাগুলো সরিয়ে নিতে ভবনমালিকদের অনুরোধ করেছি। সড়ক প্রশস্ত করার মাধ্যমে এলাকার উন্নয়নের স্বার্থে প্রায় সব ভবন মালিক স্বতঃস্ফূর্তভাবে তাদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন।
আরও পড়ুন: দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহনবিরোধী অভিযানের দাবি জাতীয় কমিটির
৮ মাস আগে
রাজধানীর মুগদায় বাসে আগুন
ফায়ার সার্ভিসের সূত্র বলছে, রাজধানীর মুগদা এলাকায় আইডিয়াল স্কুলের সামনে ৩ দিনের অবরোধ চলাকালে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (১ নভেম্বর) অবরোধের সমর্থনে মিছিল নিয়ে পিকেটাররা সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে বাসে আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার মধ্য দিয়ে চলছে।
১ বছর আগে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর মুগদার এলাকায় চলন্ত মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো. ইমন খন্দকার নামে চালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
তারা দুজনেই ট্রাক মালিক। তাদের বাসা দক্ষিণ মান্ডা এলাকায়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতের বন্ধু মোশাররফ হোসেন বলেন, তাদের কাজ চলছে ডেমরা কোনাপাড়া এলাকায়। তারা মান্ডা থেকে ডেমরা কাজের ট্রাকের খোঁজ নিতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি থামানো ট্রাকের পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি।
তিনি আরও বলেন, সে সময়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইমন, পেছনে ছিলেন ফারুক। দুর্ঘটনার সংবাদ শুনে এগিয়ে দেখতে পাই, গুরুতর আহত ব্যক্তি আমার বন্ধু। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচু মিয়া বলেন, ইমনের লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আহত ফারুক চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
১ বছর আগে
মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) বিকাল পাঁচ টার দিকে মুগদা থানার গ্রীন মডেল টাউন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম রুস্তম আলী (৬০)। নিহত রুস্তম আলী দক্ষিণ মান্ডা মজার স্কুলের পাশে ভাড়া থাকতেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে মই থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
এছাড়া তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুর কান্দি উপজেলায়।
মুগদা মডেল খানার উপপরিদর্শক (এসআই) মো. বাহাদুর মিয়া বলেন, রুস্তম আলী নির্মাণ শ্রমিক ছিলেন। গ্রীন মডেল টাউন এলাকার একটি নয় তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান তিনি।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে আমরা সংবাদ পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।
আরও পড়ুন: রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে আহত পাথর শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
মুগদায় আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া, ২টি মোটরসাইকেলে আগুন
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মুগদা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার বিকালে মুগদা জেনারেল হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা এবং পুলিশ নিশ্চিত করেছে যে, সংঘর্ষের সময় যুবদলের কর্মীদের মালিকানাধীন দুটি মোটরসাইকেল ক্ষমতাসীন দলের কর্মীরা পুড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: জনগণ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার রায় দিয়েছে: খসরু
সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে আজ সকাল ১১টায় বহুল প্রত্যাশিত বিভাগীয় সমাবেশ শুরু হওয়ায় বিএনপির নেতাকর্মীরা গোলাপবাগ সমাবেশস্থলে ভিড় করেন।
পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরও বিএনপির লোকজনের ‘কোনো নাশকতামূলক কর্মকাণ্ড’ ঠেকাতে শহরের রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।
সকাল থেকে গণপরিবহন বন্ধ থাকায় বিএনপি সমর্থকদের পায়ে হেঁটে সমাবেশস্থলের দিকে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: ঢাবিতে ৫ ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রলীগ
ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ: ১০ দফা দাবিতে একযোগে সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা
২ বছর আগে
রাজধানীতে শিক্ষার্থীসহ দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল ও মুগদা থেকে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের পাঁচতলা ভবন থেকে ২১ বছর বয়সী শিক্ষার্থী মো. মেহেবুল্লাহ তৌসিফের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত তৌসিফ পটুয়াখালী জেলার মো. মেজবাহ উদ্দিনের ছেলে। তিনি এক সপ্তাহ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসেন।
এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর তৌসিফের আত্মহত্যার কারণ জানা যাবে।
অন্যদিকে, মঙ্গলবার মুগদার মান্ডায় একটি টিনশেড ঘর থেকে রিকশাচালক মো. মাসুমের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহমেদ জানান, গলায় স্কার্ফ বেঁধে লাশটি ছাদ থেকে ঝুলছিল।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাহাড়তলীতে ঋণগ্রস্ত গার্মেন্টস মালিকের আত্মহত্যা!
দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর ‘আত্মহত্যা’
টিভি দেখতে না করায় মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা!
৩ বছর আগে
মুগদা অগ্নিকাণ্ড: পরিবারের সর্বশেষ আহত সদস্যের মৃত্যু
রাজধানীর মুগদা এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে পরিবারের চতুর্থ ও শেষ আহত ব্যক্তি সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
নিহত শেফালী (৫৫) রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ৩৫ শতাংশ দগ্ধ হয়ে মারা যান বলে ইনস্টিটিউটের ডা. এসএম আইয়ুব হোসেন জানান।
এর আগে গত ২২ নভেম্বর মুগদার মাতব্বর গলিতে একটি অ্যাপার্টমেন্টের নিচতলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ একই পরিবারের আরও তিনজন মারা যান।
আরও পড়ুন: মুগদা অগ্নিকাণ্ড: ঢামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু
নিহতরা হলেন সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াঙ্কা (৩২) ও ছেলে অরূপ (৫)। সবাই একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
শনিবার ভোররাতে সুধাংশু ২৫ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যান।
এর আগে দুর্ঘটনায় ৭২ শতাংশ দগ্ধ প্রিয়াঙ্কা মঙ্গলবার ভোর ৩টার দিকে এবং তার ছেলে অরূপ সোমবার রাত ১১টার দিকে মারা যায়।
আরও পড়ুন: মুগদায় আগুনে দগ্ধ দুই জনের মৃত্যু
৩ বছর আগে
মুগদা অগ্নিকাণ্ড: ঢামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু
নগরীর মুগদা এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সুধাংশু (৩৫) ওই এলাকার বাসিন্দা।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ডা.এস এম আইয়ুব হোসেন জানান, ২২ নভেম্বর (সোমবার) অগ্নিকাণ্ডে ২৫ শতাংশ পুড়ে যাওয়া সুধাংশু শনিবার ভোরে মারা যান।
আরও পড়ুন: মুগদায় আগুনে দগ্ধ দুই জনের মৃত্যু
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাতব্বর গলিতে একটি অ্যাপার্টমেন্টের নিচতলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন সুধাংশু, প্রিয়াঙ্কা, অরূপ ও শেফালী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
উল্লেখ্য এর আগে দুর্ঘটনায় ৭২ শতাংশ দগ্ধ প্রিয়াঙ্কা মঙ্গলবার ভোর তিনটার দিকে এবং তার ছেলে অরূপ সোমবার রাত ১১টার দিকে মারা যায়।
আরও পড়ুন: টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ আগুন, ২০০ ঘর পুড়ে ছাই
৩ বছর আগে
মুগদায় আগুনে দগ্ধ দুই জনের মৃত্যু
নগরীর মুগদা এলাকায় সোমবার সকালে রান্নার গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারী ও তার পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন প্রিয়াঙ্কা (৩২) ও তার ছেলে অরূপ।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ডা. এস এম আইয়ুব হোসেন জানান, ৭২ শতাংশ দগ্ধ প্রিয়াঙ্কা মঙ্গলবার ভোর ৩টার দিকে মারা যান। তার ছেলে ৬৭ শতাংশ দগ্ধ হয়ে সোমবার রাত ১১টার দিকে মারা যান।
আরও পড়ুন: মুগদায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ সদস্য দগ্ধ
প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৫) ২৫ শতাংশ দগ্ধ এবং ৫৫ বছর বয়সী শাশুড়ি ৩৫ শতাংশ দগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাতব্বর গলিতে তাদের নিচতলার অ্যাপার্টমেন্টে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে।
প্রিয়াঙ্কার ভাই পলাশ জানান, সকালে গ্যাস লিকেজের ব্যাপারে না জেনে চুলা জ্বালাতে গেলে পরিবারের চার সদস্য দগ্ধ হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন: ৭ শ্রমিক দগ্ধ
৩ বছর আগে
মুগদায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ সদস্য দগ্ধ
ঢাকার মুগদায় সোমবার সকালে একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন, একই এলাকার বাসিন্দা সুধাংসু (৩৫), তার স্ত্রী প্রিয়াঙ্কা (৩২), ছেলে অরূপ (৫) ও প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫)।
প্রিয়াঙ্কার ভাই পলাশ জানান, সকালে প্রিয়াঙ্কা ম্যাচের কাঠি দিয়ে গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়।
বর্তমানে আহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, সুধাংসুর শরীরের ২৫ শতাংশ, প্রিয়াঙ্কার ৭৫ শতাংশ, অরূপের ৬৭ শতাংশ এবং শেফালির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন: ৭ শ্রমিক দগ্ধ
ফরিদগঞ্জে মার্কেটে আগুন, আহত ১০
৩ বছর আগে