রাজধানীর মুগদা এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে পরিবারের চতুর্থ ও শেষ আহত ব্যক্তি সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
নিহত শেফালী (৫৫) রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ৩৫ শতাংশ দগ্ধ হয়ে মারা যান বলে ইনস্টিটিউটের ডা. এসএম আইয়ুব হোসেন জানান।
এর আগে গত ২২ নভেম্বর মুগদার মাতব্বর গলিতে একটি অ্যাপার্টমেন্টের নিচতলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ একই পরিবারের আরও তিনজন মারা যান।
আরও পড়ুন: মুগদা অগ্নিকাণ্ড: ঢামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু
নিহতরা হলেন সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াঙ্কা (৩২) ও ছেলে অরূপ (৫)। সবাই একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
শনিবার ভোররাতে সুধাংশু ২৫ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যান।
এর আগে দুর্ঘটনায় ৭২ শতাংশ দগ্ধ প্রিয়াঙ্কা মঙ্গলবার ভোর ৩টার দিকে এবং তার ছেলে অরূপ সোমবার রাত ১১টার দিকে মারা যায়।
আরও পড়ুন: মুগদায় আগুনে দগ্ধ দুই জনের মৃত্যু