আক্কেলপুর
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জয়পুরহাটের আক্কেলপুরে ইঞ্জিনচালিত একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে ট্রলির হেলপার নিহত হয়েছেন এবং এতে ট্রলির চালক আহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন হোসেন দয়াল (২৯) আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাবু হোসেনের ছেলে। আহত হাসান নিহতের ভাই।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে ট্রলিতে ইট নিয়ে রায়কালীর দিকে যাচ্ছিলেন মিঠুন ও তার ভাই হাসান। মিঠুন ট্রলির হেলপার এবং তার বড়ভাই হাসান গাড়ি চালাচ্ছিলেন।
পথে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে গেলে তারা দুজন গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার গুদুম্বা-পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সিরাজুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। নিহত স্ত্রীর নাম পান্না বেগম (৩১)।
আরও পড়ুন: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী খুনের অভিযোগ
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, পারিবারিক কলহেএবং সন্তান না হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হয়। কথা কাটাকাটির জেরে মঙ্গলবার রাতে স্বামী সিরাজুল ইসলাম স্ত্রী পান্না বেগমকে জবাই করে হত্যা করে লাশ মেঝেতে ফেলে রেখে অন্য মুসল্লিদের সঙ্গে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। এক ঘন্টা পরে তিনি মসজিদ থেকে ফিরে এসে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখে অবাক হওয়ার ভান করে চিৎকার শুরু করেন।
তিনি বলেন, এ ব্যাপারে পান্না বেগমের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে সিরাজুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করলে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
আরও পড়ুন: তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
ময়মনসিংহে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
১ বছর আগে
আক্কেলপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির সীমানা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।
৪ বছর আগে
অনিয়মের অভিযোগে আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার
জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদকে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।
৪ বছর আগে
জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নের গুডুম্বা গ্রামে রবিবার সকালে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে