জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার গুদুম্বা-পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সিরাজুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। নিহত স্ত্রীর নাম পান্না বেগম (৩১)।
আরও পড়ুন: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী খুনের অভিযোগ
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, পারিবারিক কলহেএবং সন্তান না হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হয়। কথা কাটাকাটির জেরে মঙ্গলবার রাতে স্বামী সিরাজুল ইসলাম স্ত্রী পান্না বেগমকে জবাই করে হত্যা করে লাশ মেঝেতে ফেলে রেখে অন্য মুসল্লিদের সঙ্গে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। এক ঘন্টা পরে তিনি মসজিদ থেকে ফিরে এসে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখে অবাক হওয়ার ভান করে চিৎকার শুরু করেন।
তিনি বলেন, এ ব্যাপারে পান্না বেগমের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে সিরাজুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করলে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
আরও পড়ুন: তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ