শার্শা সীমান্ত
শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পাচভুলট সীমান্তে বাংলাদেশ-ভারত শূন্যরেখার ইছামতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশটি নদীর পাড়ে ফেলে গেছে।
খুলনা-২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তের শূন্যরেখা ইছামতি নদীর পাড়ে উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে ছিল। লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে জানা গেছে।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার
৪ দিন আগে
ভারতে পালানোর সময় শার্শা সীমান্তে আ. লীগ নেতা আটক
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করেছে বিজিবি।
বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সোমবার (১৮ নভেম্বর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে এক ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এ পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১১টায় শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে আসাদুর রহমান কিরনকে আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তি বদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গাংনীতে আগ্নেয়াস্ত্র জব্দ, ইউপি সদস্য আটক
১ মাস আগে
শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪
যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরমধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) সকালে সীমান্তের পাচঁভূলট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), একই জেলার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)।
আরও পড়ুন: বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৫
বিজিবি জানায়, চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাচঁভূলট সীমান্তের একটি মাঠ দিয়ে ভারতে যাওয়ার খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বিজিবি-বিএসএফ বৈঠকে ২০০ একর জমি বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
২ মাস আগে
শার্শা সীমান্তে স্বর্ণেরবার পাচারকালে যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় স্বর্ণেরবার পাচারের অভিযোগে চয়ন হেসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৬টি স্বর্ণেরবার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক চয়ন উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ইয়াবা জব্দ, ২ যুবক গ্রেপ্তার
বিজিবি জানায়, সোমবার রাতে গোগার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে ব্যটারিচালিত একটি ভ্যানে তল্লাশি চালিয়ে পাচারকারীর জুতার ভিতর থেকে ছয়টি স্বর্ণেরবার জব্দ করে বিজিবি।
জব্দ করা স্বর্ণের ওজন ৭০৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
আরও পড়ুন: সন্ত্রাসমূলক অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি : ড. হাছান মাহমুদ
৮ মাস আগে
যশোরের শার্শা সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার জব্দের দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।
আরও পড়ুন: উখিয়ায় ১২০ কোটি টাকা মূল্যের ‘আইস’ জব্দ, আটক ৪: র্যাব
খুলনায় ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন শার্শার পাচভূলট সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে একটি সাদা রঙের প্রাইভেট কার সীমান্তের দিকে আসতে দেখে প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয় বিজিবি। কিন্তু বিজিবির থামার সংকেত অমান্য করে প্রাইভেটকারটি পালানোর চেষ্টাকালে ধাওয়া করে প্রাইভেটকারটিকে আটক করে বিজিবি।
তিনি আরও বলেন, এ সময় প্রাইভেটকারে থাকা দুই স্বর্ণ পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকা।
আটকদের থানায় মামলা দিয়ে হস্তান্তরসহ জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
আরও পড়ুন: চাঁদপুরে পাচারকালে ৩ লাখ চিংড়ি রেণু পোনা জব্দ
১ বছর আগে
শার্শা সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি
যশোরের শার্শা সীমান্ত থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৫ মে) রাতে উপজেলার গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে ২১ ব্যাটেলিয়নের সদস্যরা।
আরও পড়ুন: দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের নিকট সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
তিনি জানান, এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে ভারতের দিকে চলে যায়। পরে পোটলাটি তল্লাশি করে তার মধ্য থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে।
আরও পড়ুন: ঝিনাইদহ সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২: বিজিবি
নওগাঁয় ৫০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
১ বছর আগে
শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩
যশোরের শার্শার কায়বা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটকের দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৪ এপ্রিল) রাতে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক আটক করা হয়।
আটক তিনজন হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫) ও একই এলাকার ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট তানভির রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টিম কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক স্থানে অভিযান চালায়। সীমান্তগামী একটি মোটরসাইকেলসহ তিনজন পাচারকারীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলটি আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক তিনজনকে শার্শা থানায় সোপর্দ করা হয়। জব্দ স্বর্ণ যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গায় ভুষির বস্তা থেকে ১০টি স্বর্ণের বার জব্দ
১ বছর আগে
শার্শা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে ৯৩২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে না পারলেও চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে বিজিবি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।
এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী।
আরও পড়ুন: শার্শায় সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে গোপনীয়তার সঙ্গে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহল দল একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলে। ওই ব্যক্তি মোটরসাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত প্যাকেটটি তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ রেখে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা ও মোটর সাইকেলের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল থেকে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা থেকে ২৩ জন আসামিসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।
যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে ১ জন আটক, ৪৫টি স্বর্ণের বার জব্দ
সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
১ বছর আগে
শার্শা সীমান্তে ৯ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক
বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে শার্শা সীমান্ত থেকে ৯ লাখ টাকাসহ শফিকুল ইসলাম (৪৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছেন।
৪ বছর আগে